সকাল ৯ পর্যন্ত দার্জিলিঙে ভোট পড়েছে ১৭ শতাংশ

Last Updated:
1/10
সকাল সকাল ভোট দিলেন বিনয় তামাং৷ দার্জিলিঙের ব্লুমফিল্ড স্কুলে প্রথমে ইভিএম সমস্যা হয়৷ পরে ঠিক হতেই ভোট দেন বিনয়৷
সকাল সকাল ভোট দিলেন বিনয় তামাং৷ দার্জিলিঙের ব্লুমফিল্ড স্কুলে প্রথমে ইভিএম সমস্যা হয়৷ পরে ঠিক হতেই ভোট দেন বিনয়৷
advertisement
2/10
একইভাবে সকাল সকাল ভোট সস্ত্রীক দিয়ে এলেন দার্জিলিঙের তৃণমূল প্রার্থী অমর রাই৷
একইভাবে সকাল সকাল ভোট সস্ত্রীক দিয়ে এলেন দার্জিলিঙের তৃণমূল প্রার্থী অমর রাই৷
advertisement
3/10
ভোট দিতে এলেন জিএনএলএফের মন ঘিসিং৷
ভোট দিতে এলেন জিএনএলএফের মন ঘিসিং৷
advertisement
4/10
সকাল থেকে খুব একটা ভিড় চোখে না পড়লেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় জমতে থাকে বুথগুলিতে৷
সকাল থেকে খুব একটা ভিড় চোখে না পড়লেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় জমতে থাকে বুথগুলিতে৷
advertisement
5/10
পাহাড়ে দিনের শেষ হয় বেশ তাড়াতাড়ি৷ রাত ৮ থেকে ৯টার মধ্যেই স্তব্ধ হয়ে যায় জনজীবন৷
পাহাড়ে দিনের শেষ হয় বেশ তাড়াতাড়ি৷ রাত ৮ থেকে ৯টার মধ্যেই স্তব্ধ হয়ে যায় জনজীবন৷
advertisement
6/10
অন্যদিকে সকালবেলায়ও কাজ শুরু হয় কিছুটা দেরিতে৷ দার্জিলিংবাসীর সেই জীবনের ধারা প্রভাব ফেলল ভোটের লাইনেও৷
অন্যদিকে সকালবেলায়ও কাজ শুরু হয় কিছুটা দেরিতে৷ দার্জিলিংবাসীর সেই জীবনের ধারা প্রভাব ফেলল ভোটের লাইনেও৷
advertisement
7/10
সকালের দিকে বুথগুলি ছিল বেশ খালি৷ লাইন সেভাবে নজরেই পড়ছিল না৷
সকালের দিকে বুথগুলি ছিল বেশ খালি৷ লাইন সেভাবে নজরেই পড়ছিল না৷
advertisement
8/10
তারপর সময় যত গড়িয়েছে ততই বেড়েছে ভিড়৷ বুথের বাইরে লম্বা লাইনও পড়েছে৷
তারপর সময় যত গড়িয়েছে ততই বেড়েছে ভিড়৷ বুথের বাইরে লম্বা লাইনও পড়েছে৷
advertisement
9/10
সকাল ৯ পর্যন্ত ১৭ শতাংশ ভোট পড়েছে দার্জিলিং কেন্দ্রে৷
সকাল ৯ পর্যন্ত ১৭ শতাংশ ভোট পড়েছে দার্জিলিং কেন্দ্রে৷
advertisement
10/10
ভোট শুরুতে দুটি বুথে ইভিএম নিয়ে সমস্যা ছিল৷ পরে তা মিটে যায়৷ আপাতত দার্জিলিং কেন্দ্রের পাহাড় এলাকায় শান্তিতে ভোট চলছে ৷
ভোট শুরুতে দুটি বুথে ইভিএম নিয়ে সমস্যা ছিল৷ পরে তা মিটে যায়৷ আপাতত দার্জিলিং কেন্দ্রের পাহাড় এলাকায় শান্তিতে ভোট চলছে ৷
advertisement
advertisement
advertisement