দক্ষিণ দিনাজপুর:বাঙালির বারো মাসের তেরো পার্বণের এই দিনটা মূলত জামাইদের রসনাতৃপ্তির। যুগ যুগ ধরে বাঙালীদের ঘরে জামাইষষ্ঠীর রীতির প্রচলন আছেl এটি মূলত জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় l নিজস্ব ছবি ৷ রিপোর্টিং - Susmita Goswami
2/ 6
জামাইষষ্ঠীর দিন বালুরঘাট শহর লাগোয়া নাজিরপুর গ্রামের ষষ্ঠী তলায় দেখা গেল এক অদ্ভুত চিত্র। ষষ্ঠী উপলক্ষে সকাল থেকেই যেন ব্যস্ততা তাদের তুঙ্গে। নিজস্ব ছবি ৷
3/ 6
অত্যাধুনিক যুগে এখনো পর্যন্ত ষষ্ঠী পুজোকে সামনে রেখে বাড়ির মহিলা দের একত্রিত হয়ে দল বেঁধে পুজো করতে দেখা যায়। গ্রামের মা বউ রা একত্রে মিলে বট পাকুর গাছের গোড়ায় ষষ্ঠীর ডালা দিয়ে ভরিয়ে দিয়েছে। নিজস্ব ছবি ৷
4/ 6
মা বউরা তাঁদের সন্তানদের মঙ্গল কামনায় এই ষষ্ঠীর পুজো করে থাকেন। পাশাপাশি, শাশুড়িরা তাদের মেয়ে জামাইদের মঙ্গল কামনার্থে জামাই ষষ্ঠী পুজোকে কেন্দ্র করে উৎসবের আনন্দে মেতে উঠেন। নিজস্ব ছবি ৷
5/ 6
জামাইষষ্ঠী পালনের মূল উদ্দেশ্যই হলো মাতৃত্ব সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি এবং মেয়ে যাতে সুখে-শান্তিতে দাম্পত্য জীবন যাপন করতে পারে তার জন্য। নিজস্ব ছবি ৷
6/ 6
জামাইষষ্ঠীর শুভোদিনে জামাইদের আদর আপ্যায়ন করে শাশুড়িরা রকমারি খাবার রান্না করে পরিবেশন করার মধ্যে দিয়ে পালন করে l নিজস্ব ছবি ৷
Jamai Shashthi Special: শুধু জামাইয়ের মঙ্গলই নয়, সন্তানদের মঙ্গল কামনায় একত্রে হন নাজিরপুর গ্রামের বাসিন্দারা!
দক্ষিণ দিনাজপুর:বাঙালির বারো মাসের তেরো পার্বণের এই দিনটা মূলত জামাইদের রসনাতৃপ্তির। যুগ যুগ ধরে বাঙালীদের ঘরে জামাইষষ্ঠীর রীতির প্রচলন আছেl এটি মূলত জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় l নিজস্ব ছবি ৷ রিপোর্টিং - Susmita Goswami
Jamai Shashthi Special: শুধু জামাইয়ের মঙ্গলই নয়, সন্তানদের মঙ্গল কামনায় একত্রে হন নাজিরপুর গ্রামের বাসিন্দারা!
জামাইষষ্ঠীর দিন বালুরঘাট শহর লাগোয়া নাজিরপুর গ্রামের ষষ্ঠী তলায় দেখা গেল এক অদ্ভুত চিত্র। ষষ্ঠী উপলক্ষে সকাল থেকেই যেন ব্যস্ততা তাদের তুঙ্গে। নিজস্ব ছবি ৷
Jamai Shashthi Special: শুধু জামাইয়ের মঙ্গলই নয়, সন্তানদের মঙ্গল কামনায় একত্রে হন নাজিরপুর গ্রামের বাসিন্দারা!
অত্যাধুনিক যুগে এখনো পর্যন্ত ষষ্ঠী পুজোকে সামনে রেখে বাড়ির মহিলা দের একত্রিত হয়ে দল বেঁধে পুজো করতে দেখা যায়। গ্রামের মা বউ রা একত্রে মিলে বট পাকুর গাছের গোড়ায় ষষ্ঠীর ডালা দিয়ে ভরিয়ে দিয়েছে। নিজস্ব ছবি ৷
Jamai Shashthi Special: শুধু জামাইয়ের মঙ্গলই নয়, সন্তানদের মঙ্গল কামনায় একত্রে হন নাজিরপুর গ্রামের বাসিন্দারা!
মা বউরা তাঁদের সন্তানদের মঙ্গল কামনায় এই ষষ্ঠীর পুজো করে থাকেন। পাশাপাশি, শাশুড়িরা তাদের মেয়ে জামাইদের মঙ্গল কামনার্থে জামাই ষষ্ঠী পুজোকে কেন্দ্র করে উৎসবের আনন্দে মেতে উঠেন। নিজস্ব ছবি ৷