Teesta Canal: গরম পড়তেই এ-কি করছে ছেলেরা! ছেলেবেলার স্মৃতি ফিরলেও বাড়ছে ঝুঁকি

Last Updated:
গরম পড়তেই ক্যানেলে ঝাঁপ ছেলেদের
1/5
আবহাওয়ার খানিক বদল ঘটতেই প্রখর গরম থেকে রেহাই পেতে তিস্তার জলে প্রাণপণ ডাইভ! ফুলবাড়ির তিস্তা ক্যানেলে ঠান্ডা কুল কুল জলে গরমের দিনে দেখা গেল ডিগবাজির হিড়িক। ছোট থেকে বড় যুবকরা জীবনের ঝুঁকি নিয়েই একের পর এক ঝাঁপ দিচ্ছেন কনকনে ঠান্ডা জলে। যেন কেউ থামতে রাজি নয়, আনন্দের নামে চলছে বিপজ্জনক খেলা।
আবহাওয়ার খানিক বদল ঘটতেই প্রখর গরম থেকে রেহাই পেতে তিস্তার জলে প্রাণপণ ডাইভ! ফুলবাড়ির তিস্তা ক্যানেলে ঠান্ডা কুল কুল জলে গরমের দিনে দেখা গেল ডিগবাজির হিড়িক। ছোট থেকে বড় যুবকরা জীবনের ঝুঁকি নিয়েই একের পর এক ঝাঁপ দিচ্ছেন কনকনে ঠান্ডা জলে। যেন কেউ থামতে রাজি নয়, আনন্দের নামে চলছে বিপজ্জনক খেলা।
advertisement
2/5
গরমে স্বস্তি, তিস্তার ঠান্ডা জলে ডুব! প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতেই তিস্তা ক্যানেলের জল যেন হয়ে উঠেছে ‘প্রাকৃতিক পুল’। একে একে নামছে তরুণেরা, কেউ সাঁতার কাটছে, কেউ ডাইভ দিচ্ছে, কেউ আবার জলে ভেসে স্বস্তি নিচ্ছে। কিন্তু বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে
গরমে স্বস্তি, তিস্তার ঠান্ডা জলে ডুব! প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতেই তিস্তা ক্যানেলের জল যেন হয়ে উঠেছে ‘প্রাকৃতিক পুল’। একে একে নামছে তরুণেরা, কেউ সাঁতার কাটছে, কেউ ডাইভ দিচ্ছে, কেউ আবার জলে ভেসে স্বস্তি নিচ্ছে। কিন্তু বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে।
advertisement
3/5
আনন্দে ভরা তিস্তা ক্যানেল, কিন্তু কোথায় নিরাপত্তা? দৃশ্যটা যতই মজাদার হোক, বাস্তব কিন্তু ভয়াবহ। প্রতিবছর ঘটে চলেছে একাধিক মৃত্যুর ঘটনা, অথচ কোথাও নেই কোনও নিরাপত্তার ব্যবস্থাপনা। না আছে লাইফ গার্ড, না আছে সাইনবোর্ড। জীবনের ঝুঁকি নিয়েই আনন্দ কচিকাঁচাদের।
আনন্দে ভরা তিস্তা ক্যানেল, কিন্তু কোথায় নিরাপত্তা? দৃশ্যটা যতই মজাদার হোক, বাস্তব কিন্তু ভয়াবহ। প্রতিবছর ঘটে চলেছে একাধিক মৃত্যুর ঘটনা, অথচ কোথাও নেই কোন নিরাপত্তার ব্যবস্থাপনা। না আছে লাইফ গার্ড, না আছে সাইনবোর্ড। জীবনের ঝুঁকি নিয়েই আনন্দ কচিকাঁচাদের।
advertisement
4/5
বিপদের ইঙ্গিত উপেক্ষা করেই ঝাঁপ! স্মার্টফোনে রিল, বন্ধুদের চিৎকার, আর ঠান্ডা জলে স্নানের নেশা—এই ত্রিকোণে ঘুরপাক খাচ্ছে কিশোর-যুবকদের জীবন। সাবধানবাণী উপেক্ষা করেই চলেছে ডুব-সাঁতার আর ঝুঁকিপূর্ণ স্টান্ট।
বিপদের ইঙ্গিত উপেক্ষা করেই ঝাঁপ! স্মার্টফোনে রিল, বন্ধুদের চিৎকার, আর ঠান্ডা জলে স্নানের নেশা—এই ত্রিকোণে ঘুরপাক খাচ্ছে কিশোর-যুবকদের জীবন। সাবধানবাণী উপেক্ষা করেই চলেছে ডুব-সাঁতার আর ঝুঁকিপূর্ণ স্টান্ট।
advertisement
5/5
তিস্তার ক্যানেল কি হয়ে উঠবে 'দুর্ঘটনার গেটওয়ে'? প্রশ্ন তুলছে স্থানীয়দের একাংশ। যেখানে স্বস্তি খুঁজতে যাচ্ছে মানুষ, সেখানেই লুকিয়ে মৃত্যুর ছায়া। স্থানীয়রা বলছেন, সচেতনতা ও নজরদারির অভাবেই প্রতি বছর ঘটে চলেছে প্রাণহানির ঘটনা। তাই সাবধানতা অবলম্বন করাও জরুরী।
তিস্তার ক্যানেল কি হয়ে উঠবে 'দুর্ঘটনার গেটওয়ে'? প্রশ্ন তুলছে স্থানীয়দের একাংশ। যেখানে স্বস্তি খুঁজতে যাচ্ছে মানুষ, সেখানেই লুকিয়ে মৃত্যুর ছায়া। স্থানীয়রা বলছেন, সচেতনতা ও নজরদারির অভাবেই প্রতি বছর ঘটে চলেছে প্রাণহানির ঘটনা। তাই সাবধানতা অবলম্বন করাও জরুরী।
advertisement
advertisement
advertisement