Jalpaiguri News: অভিষেকের উত্তরবঙ্গ সফরের পরেই খুলল সুবর্ণপুর চা বাগান! ৪ মাস পর কাটল বোনাসের জট, শ্রমিক মহল্লায় সুদিন

Last Updated:
Jalpaiguri Subarnapur Tea Garden Reopen: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের পরেই খুলল সুবর্ণপুর চা বাগান। সরকার নির্ধারিত ২০ শতাংশ বোনাসের দাবিতে গত চার মাস ধরে বন্ধ ছিল এই চা বাগান।
1/5
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের পরেই খুলল বন্ধ দরজা। চার মাসের অচলাবস্থার অবশেষে অবসান। সুবর্ণপুর চা বাগানে ফিরল কাজ, ফিরল হাসি। দীর্ঘ চার মাসের টানা অচলাবস্থার অবসান ঘটল ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধলাবাড়ি গ্রামের সুবর্ণপুর চা বাগানে। সোমবার আনুষ্ঠানিকভাবে বাগানের অফিস ঘরের বন্ধ তালা খুলে দেওয়া হয়। এর সঙ্গে সঙ্গেই নতুন আশার আলো দেখলেন কয়েকশো চা শ্রমিক ও তাদের পরিবার। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের পরেই খুলল বন্ধ দরজা। চার মাসের অচলাবস্থার অবশেষে অবসান। সুবর্ণপুর চা বাগানে ফিরল কাজ, ফিরল হাসি। দীর্ঘ চার মাসের টানা অচলাবস্থার অবসান ঘটল ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধলাবাড়ি গ্রামের সুবর্ণপুর চা বাগানে। সোমবার আনুষ্ঠানিকভাবে বাগানের অফিস ঘরের বন্ধ তালা খুলে দেওয়া হয়। এর সঙ্গে সঙ্গেই নতুন আশার আলো দেখলেন কয়েকশো চা শ্রমিক ও তাদের পরিবার। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
2/5
সরকার নির্ধারিত ২০ শতাংশ বোনাসের দাবিতে গত চার মাস ধরে বন্ধ ছিল এই চা বাগান। এদিন তালা খোলার সময় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির ক্রান্তি ব্লক সভাপতি পরিশ্রম চিক বড়াইক। তিনি জানান, শ্রমিকদের ন্যায্য দাবির ভিত্তিতেই এই আন্দোলন চলছিল এবং অবশেষে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হয়েছে।
সরকার নির্ধারিত ২০ শতাংশ বোনাসের দাবিতে গত চার মাস ধরে বন্ধ ছিল এই চা বাগান। এদিন তালা খোলার সময় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির ক্রান্তি ব্লক সভাপতি পরিশ্রম চিক বড়াইক। তিনি জানান, শ্রমিকদের ন্যায্য দাবির ভিত্তিতেই এই আন্দোলন চলছিল এবং অবশেষে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হয়েছে।
advertisement
3/5
বাগানের ম্যানেজার রিয়াজ চৌধুরী বলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে শ্রমিকদের ১০ শতাংশ বোনাস দেওয়া হবে এবং বাকি ১০ শতাংশ ৩১ মার্চের মধ্যে পরিশোধ করা হবে। এই প্রতিশ্রুতির ভিত্তিতেই ফের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাগানের ম্যানেজার রিয়াজ চৌধুরী বলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে শ্রমিকদের ১০ শতাংশ বোনাস দেওয়া হবে এবং বাকি ১০ শতাংশ ৩১ মার্চের মধ্যে পরিশোধ করা হবে। এই প্রতিশ্রুতির ভিত্তিতেই ফের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
4/5
এই চার মাস শ্রমিকদের জীবনে ছিল চরম সংকটের সময়। কাজ বন্ধ থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে বহু পরিবারকে। অনেকেই বাধ্য হয়ে ঋণ নিয়েছেন। শিশুদের পড়াশোনা, চিকিৎসা এবং দৈনন্দিন খাবারের জোগান দেওয়াই হয়ে উঠেছিল বড় চ্যালেঞ্জ।
এই চার মাস শ্রমিকদের জীবনে ছিল চরম সংকটের সময়। কাজ বন্ধ থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে বহু পরিবারকে। অনেকেই বাধ্য হয়ে ঋণ নিয়েছেন। শিশুদের পড়াশোনা, চিকিৎসা এবং দৈনন্দিন খাবারের জোগান দেওয়াই হয়ে উঠেছিল বড় চ্যালেঞ্জ।
advertisement
5/5
তাই এদিন তালা খোলার মুহূর্তে আবেগে ভেসে যান শ্রমিকরা। বাগানে খুশির আবহ ছড়িয়ে পড়ে। মিষ্টি মুখ করানো হয়, ফুলের মালা পরিয়ে জনপ্রতিনিধি ও বাগান কর্তৃপক্ষকে অভিনন্দন জানান শ্রমিকরা। দীর্ঘ চার মাস পর আগামীকাল থেকেই তারা আবার কাজে যোগ দেবেন নতুন স্বপ্ন, নতুন ভরসা নিয়ে। সুবর্ণপুর চা বাগানে আজ থেকে যেমন ফিরল কাজ, তেমনই ফিরে এল জীবনের ছন্দ আর ভবিষ্যতের আশা। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
তাই এদিন তালা খোলার মুহূর্তে আবেগে ভেসে যান শ্রমিকরা। বাগানে খুশির আবহ ছড়িয়ে পড়ে। মিষ্টি মুখ করানো হয়, ফুলের মালা পরিয়ে জনপ্রতিনিধি ও বাগান কর্তৃপক্ষকে অভিনন্দন জানান শ্রমিকরা। দীর্ঘ চার মাস পর আগামীকাল থেকেই তারা আবার কাজে যোগ দেবেন নতুন স্বপ্ন, নতুন ভরসা নিয়ে। সুবর্ণপুর চা বাগানে আজ থেকে যেমন ফিরল কাজ, তেমনই ফিরে এল জীবনের ছন্দ আর ভবিষ্যতের আশা। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
advertisement
advertisement