King Cobra Rescue: বাড়ির উঠোনে ফোঁস ফোঁস শব্দ, দেখেই আত্মারাম খাঁচাছাড়া! লোকালয়ে উদ্ধার ১২ ফুটের বিশাল কিং কোবরা
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Jalpaiguri King Cobra Rescue: এক সর্পপ্রেমী নিরাপদে কিংকোবরাটিকে উদ্ধার করেন এবং বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়।
লোকালয়ে ঘুরছে কালো কুচকুচে কী যেন! বোঝা মাত্রই ভয়ে কাঁটা স্থানীয়রা। ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় ফের উদ্ধার হল বিশালাকৃতির কিংকোবরা। গরুমারা রামশাই রেঞ্জের চটুয়া বস্তি এলাকা থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি কিংকোবরা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। (ছবি ও তথ্য - সুরজিৎ দে)
advertisement
advertisement
তথ্য অনুযায়ী, গরুমারা জঙ্গল সংলগ্ন বিভিন্ন লোকালয় থেকে ২০২৪ থেকে ২০২৫—মাত্র এক বছরের মধ্যে প্রায় ৫০টি কিংকোবরা উদ্ধার করেছেন সর্পপ্রেমী নন্দু সরকার। তাঁর মতে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিবেশগত ভারসাম্য ভেঙে পড়ার স্পষ্ট ইঙ্গিত। পশুপ্রেমীদের ধারণা, জঙ্গলের ভিতরে কিংকোবরাদের স্বাভাবিক বাসস্থানে সমস্যা তৈরি হওয়াতেই তারা লোকালয়ের দিকে চলে আসছে। বনাঞ্চলে ক্রমবর্ধমান মানবিক হস্তক্ষেপ, গাছ কাটা, আবাসস্থল সংকোচন ও খাদ্যাভাব,সব মিলিয়েই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement







