Leopard Rescue: চা বাগানে ঘাপটি মেরে বসে লেপার্ড! হালুম করার আগেই খাঁচাবন্দি, বাঘ দেখার সে কী হিড়িক
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Jalpaiguri Leopard Rescue: মুরগি ধরতে এসে নিজের ধরা পড়ল। লোকালয়ে ঢুকে চা বাগানে ঘাপটি মেরে বসেছিল লেপার্ড। তাকে এক ঝলক দেখতেই উৎসুক জনতার ভিড়। ব্যাপক চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সের চক মৌলানি হরিসভা এলাকায়।
advertisement
advertisement
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই এলাকায় এর আগে কখনও লেপার্ড দেখা যায়নি। ফলে হঠাৎ এমন ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বনদফতরের পক্ষ থেকে মানুষকে সতর্ক থাকার পাশাপাশি বন্যপ্রাণীর দেখা পেলে ভিড় না করার এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে। মানুষ ও বন্যপ্রাণ দু’পক্ষের নিরাপত্তা নিশ্চিত করাই এই ধরনের ঘটনায় সবচেয়ে জরুরি, তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ডুয়ার্সের এই ঘটনা। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)






