Rhino: পর্যটকদের জন্য দারুণ খবর! ডুয়ার্সে কি বাড়ল গন্ডারের সংখ্যা! জানুন পরিসংখ্যান

Last Updated:
গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, প্রাথমিকভাবে গরুমারায় প্রতিটি গন্ডারকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এছাড়া, মা গন্ডারের সঙ্গে বেশ কয়েকটি শাবককেও দেখা গেছে, যার ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বর্তমানে গরুমারায় গন্ডারের সংখ্যা ৬০টি, যা আগের তুলনায় বেশি।
1/5
এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধির সু সংবাদ।গরুমারা জাতীয় উদ্যানে গন্ডার শুমারি শুরু হতে যাচ্ছে নতুন বছরের শুরুতে।
এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধির সু সংবাদ।গরুমারা জাতীয় উদ্যানে গন্ডার শুমারি শুরু হতে যাচ্ছে নতুন বছরের শুরুতে।
advertisement
2/5
বন দফতরের প্রাথমিক পর্যবেক্ষণে বেশ কয়েকটি গন্ডার শাবকের দেখা মিলেছে, যা থেকে গন্ডারের সংখ্যা ষাটের ঘরে পৌঁছাবে বলে আশা করছে বন দফতর।
বন দফতরের প্রাথমিক পর্যবেক্ষণে বেশ কয়েকটি গন্ডার শাবকের দেখা মিলেছে, যা থেকে গন্ডারের সংখ্যা ষাটের ঘরে পৌঁছাবে বলে আশা করছে বন দফতর।
advertisement
3/5
২০২২ সালে গরুমারায় গন্ডার শুমারিতে গন্ডারের সংখ্যা ছিল ৫৫টি, কিন্তু এবার সেই সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, যা বন দফতরের মধ্যে খুশির সঞ্চার করেছে।আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে গরুমারায় গন্ডার শুমারি অনুষ্ঠিত হতে পারে।
২০২২ সালে গরুমারায় গন্ডার শুমারিতে গন্ডারের সংখ্যা ছিল ৫৫টি, কিন্তু এবার সেই সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, যা বন দফতরের মধ্যে খুশির সঞ্চার করেছে।আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে গরুমারায় গন্ডার শুমারি অনুষ্ঠিত হতে পারে।
advertisement
4/5
বন দফতরের কাছ থেকে এমন আভাস পাওয়ার পর, গরুমারা জাতীয় উদ্যানের বন্যপ্রাণ বিভাগ তৎপরতা শুরু করেছে। গরুমারায় গন্ডারের সুরক্ষায় সবসময় হাই অ্যালার্ট জারি থাকে এবং বনকর্মীরা দিনরাত নজরদারি চালিয়ে থাকেন।
বন দফতরের কাছ থেকে এমন আভাস পাওয়ার পর, গরুমারা জাতীয় উদ্যানের বন্যপ্রাণ বিভাগ তৎপরতা শুরু করেছে। গরুমারায় গন্ডারের সুরক্ষায় সবসময় হাই অ্যালার্ট জারি থাকে এবং বনকর্মীরা দিনরাত নজরদারি চালিয়ে থাকেন।
advertisement
5/5
গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, প্রাথমিকভাবে গরুমারায় প্রতিটি গন্ডারকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এছাড়া, মা গন্ডারের সঙ্গে বেশ কয়েকটি শাবককেও দেখা গেছে, যার ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বর্তমানে গরুমারায় গন্ডারের সংখ্যা ৬০টি, যা আগের তুলনায় বেশি।
গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, প্রাথমিকভাবে গরুমারায় প্রতিটি গন্ডারকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এছাড়া, মা গন্ডারের সঙ্গে বেশ কয়েকটি শাবককেও দেখা গেছে, যার ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বর্তমানে গরুমারায় গন্ডারের সংখ্যা ৬০টি, যা আগের তুলনায় বেশি।
advertisement
advertisement
advertisement