IMD Weather Update: রাজ্যে টানা চলবে বজ্রবিদ্যুৎ, ঝড়, বৃষ্টি! দুর্যোগের মেঘ ঘনাচ্ছে উত্তরবঙ্গে, আবহাওয়ার বড় আপডেট

Last Updated:
রাজ্যে টানা চলবে বৃষ্টি। নাজেহাল হবে রাজ্যবাসী।
1/5
আলিপুরদুয়ার,অনন‍্যা দে: রাজ্যে চলবে বৃষ্টি। যার জেরে নাজেহাল হবে রাজ্যবাসী। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে রাজ্যে।
<strong>আলিপুরদুয়ার,অনন&#x200d;্যা দে:</strong> রাজ্যে চলবে টানা বৃষ্টি। যার জেরে নাজেহাল হবে রাজ্যবাসী। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জেরে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে।
advertisement
2/5
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনা। ওই চার জেলায় রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহারে। ছবি ও তথ&#x200d;্য: অনন&#x200d;্যা দে
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনা। এই চার জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহারেও।(ছবি ও তথ&#x200d;্য: অনন&#x200d;্যা দে)
advertisement
3/5
বাকি জেলাগুলিতেও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। শনি এবং রবিবারও ভারী বৃষ্টি চলবে উত্তরের একাধিক জেলায়। ফের সোমবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। ছবি ও তথ&#x200d;্য: অনন&#x200d;্যা দে
শনি এবং রবিবার ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলায় জেলায়। সোমবারেও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে।(ছবি ও তথ&#x200d;্য: অনন&#x200d;্যা দে)
advertisement
4/5
সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ছবি ও তথ&#x200d;্য: অনন&#x200d;্যা দে
বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ঝড়ের পূর্বাভাস শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।(ছবি ও তথ&#x200d;্য: অনন&#x200d;্যা দে)
advertisement
5/5
অনুকূল থাকবে না সিকিমের আবহাওয়া।বৃষ্টির কারণে ধস দেখা যাবে সিকিমের বিভিন্ন এলাকায়।সিকিমের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস।
অনুকূল থাকবে না সিকিমের আবহাওয়াও। বৃষ্টির কারণে ধস দেখা দেওয়ার সম্ভাবনা সিকিমের বিভিন্ন এলাকায়। সিকিমের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। (ছবি ও তথ&#x200d;্য: অনন&#x200d;্যা দে)
advertisement
advertisement
advertisement