Hilsa: ইলিশের গন্ধে ম ম বাজার...কোথা থেকে এল এত এত ইলিশ? কোন বাজারে মিলছে? কেজি প্রতি দাম জানলে রোজ খাবেন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Hilsa: সস্তা রুপালি শস্য! ইলিশ কিন্তু ডায়মন্ড হারবার বা বাংলাদেশের নয়। এসেছে মায়ানমার থেকে। বর্ষা এখনও না এলেও, তার আগেই বাজার দখল করে ফেলেছে এই বিদেশি ইলিশ।
advertisement
advertisement
*জানা যাচ্ছে, এই ইলিশ কিন্তু ডায়মন্ড হারবার বা বাংলাদেশের নয়। এসেছে মায়ানমার থেকে। বর্ষা এখনও না এলেও, তার আগেই বাজার দখল করে ফেলেছে এই বিদেশি ইলিশ। প্রতি কেজির দাম ৭০০ টাকা থেকে শুরু হয়ে, গুণমান অনুযায়ী কোথাও কোথাও ১০০০ টাকা। ক্রেতারা বলছেন, "দাম অনেকটাই কম, স্বাদও খারাপ না। মাছ বড়ও হচ্ছে বেশ। এই দামে এখন ইলিশ পাওয়াই সৌভাগ্যের বিষয়।" সংগৃহীত ছবি।
advertisement
advertisement
