Howrah News: আমতার ছোটোমহরা গ্রামে ফাল্গুনে নবান্ন উৎসব, গ্রামবাসীরা মেতে ওঠে অপার আনন্দে

Last Updated:
অঘ্রান মাস নয়, হাওড়ার এই গ্রামে নবান্ন উৎসব হয় ফাল্গুনে
1/6
অঘ্রান পেরিয়ে ফাল্গুনে নবান্ন উৎসব হয় এখানে! এই নবান্ন উৎসব কেন্দ্র করে আমতার ছোটোমহরা সেজে ওঠে প্রতিবছর।
অঘ্রান পেরিয়ে ফাল্গুনে নবান্ন উৎসব হয় এখানে! এই নবান্ন উৎসব কেন্দ্র করে আমতার ছোটোমহরা সেজে ওঠে প্রতিবছর।
advertisement
2/6
আমতার শস্য শ্যামলা 'ছোটোমহরা পূর্বপাড়া আমরা সবাই'-এর নবান্ন উৎসব এবার আঠেরো বছরে পা দিল। এবার আরও জমজমাট উৎসব।
আমতার শস্য শ্যামলা 'ছোটোমহরা পূর্বপাড়া আমরা সবাই'-এর নবান্ন উৎসব এবার আঠেরো বছরে পা দিল। এবার আরও জমজমাট উৎসব।
advertisement
3/6
 কৃষিপ্রধান আমতার ছোটোমহরায় অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব। তবে বিগত প্রায় দেড় দশকের বেশি সময় ধরে এখানে নবান্ন উৎসব হয় ফাল্গুন মাসে।
কৃষিপ্রধান আমতার ছোটোমহরায় অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব। তবে বিগত প্রায় দেড় দশকের বেশি সময় ধরে এখানে নবান্ন উৎসব হয় ফাল্গুন মাসে।
advertisement
4/6
কৃষি কেন্দ্রিক এই উৎসবে গ্রাম বাংলার পুরনো ছবি তুলে ধরা হয়েছে মডেলের মাধ্যমে। সেই সঙ্গে এই নবান্ন উৎসবে ছিল দু'দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, বৃক্ষরোপণ ,সঙ্গীত-আবৃত্তি-নৃত্য- বসে আঁকো প্রতিযোগিতা।
কৃষি কেন্দ্রিক এই উৎসবে গ্রাম বাংলার পুরনো ছবি তুলে ধরা হয়েছে মডেলের মাধ্যমে। সেই সঙ্গে এই নবান্ন উৎসবে ছিল দু'দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, বৃক্ষরোপণ ,সঙ্গীত-আবৃত্তি-নৃত্য- বসে আঁকো প্রতিযোগিতা।
advertisement
5/6
নানা ধরণের প্রতিযোগিতায় দূর দুরান্তের বিভিন্ন গ্রাম থেকে মানুষ যোগ দিয়েছিলেন। এই নবান্ন উৎসবের মূল আকর্ষণ হল পঞ্চব্যঞ্জন যুক্ত নবান্ন ভোজন। অনুষ্ঠানের উদ্যোক্তা অপূর্ব কোলে জানান, অঘ্রান মাসে নবান্নের ফসল আর ওঠেনা ধানের গোলায়। তাই নবান্ন উৎসব গ্রামে পালিত হয় এই ফাল্গুনে।
নানা ধরণের প্রতিযোগিতায় দূর দুরান্তের বিভিন্ন গ্রাম থেকে মানুষ যোগ দিয়েছিলেন। এই নবান্ন উৎসবের মূল আকর্ষণ হল পঞ্চব্যঞ্জন যুক্ত নবান্ন ভোজন। অনুষ্ঠানের উদ্যোক্তা অপূর্ব কোলে জানান, অঘ্রান মাসে নবান্নের ফসল আর ওঠেনা ধানের গোলায়। তাই নবান্ন উৎসব গ্রামে পালিত হয় এই ফাল্গুনে।
advertisement
6/6
লোকসঙ্গীতে মৈনাকের দল মঞ্চ মাতিয়েছেন,গ্রামের মহিলারা করেছেন নাটক, পুরুষরা অভিনয় করেছেন যাত্রাপালায়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন পঙ্কজ কোলে, সুশান্ত মান্না, শুভেন্দু মান্না প্রমুখরা।
লোকসঙ্গীতে মৈনাকের দল মঞ্চ মাতিয়েছেন,গ্রামের মহিলারা করেছেন নাটক, পুরুষরা অভিনয় করেছেন যাত্রাপালায়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন পঙ্কজ কোলে, সুশান্ত মান্না, শুভেন্দু মান্না প্রমুখরা।
advertisement
advertisement
advertisement