গতকাল রাত থেকেই উত্তরজুড়ে তুষারপাত। এই মূহূর্তে যারা দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছেন, বরফ পড়ার খবর শুনেই সান্দাক ফু মুখী পর্যটকেরা। অসময়ে বরফের জেরে খুশি পর্যটন ব্যবসায়ীরাও। ২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারির পর আবারও ফেব্রুয়ারিতে তুষারপাত সান্দাক ফু-তে। (Reporter: Partha Pratim Sarkar)