মালদহ: বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় ভয়াবহ আগুন। মালদহের হবিবপুরে হিজলবন এলাকায় কাঁটাতারের ওপারে আগুন। দুপুরে আচমকা আন্তর্জাতিক সীমান্তে অনুরাধাপুর বর্ডার-আউট পোস্ট এর অধীন এলাকায় বনাঞ্চলে আগুন দেখতে পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। প্রতিবেদন : সেবক দেবশর্মা, লিপেশ লালা
সীমান্তের ওই এলাকায় বিস্তীর্ণ এলাকায় রয়েছে হিজল বন। এরমধ্যে অন্তত ৫০ থেকে ৬০ একর এলাকা জুড়ে আগুন ছড়ায়। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের সীমান্ত এলাকায় বেশ কিছু গাছ নষ্ট হয়েছে। সীমান্তে জিরো পয়েন্ট লাগোয়া এলাকায় আগুনের খবর পেয়ে তৎপর হয় প্রশাসন। ঘটনাস্থলে যান হবিবপুর থানার বিডিও সুপ্রতিক সাহা। বন দপ্তর এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীও তলব করা হয়। সন্ধ্যে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। প্রতিবেদন : সেবক দেবশর্মা, লিপেশ লালা
হবিবপুরের বিডিও সুপ্রতিম সাহা জানান, জিরো লাইনে বাংলাদেশের দিকে বনাঞ্চলে আগুন লেগেছে বলে দুপুর ১২টা নাগাদ খবর আসে। বিএসএফ প্রথম প্রশাসনকে আগুনের কথা জানায়। সঙ্গে সঙ্গে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। গ্রামবাসী, বিএসএফ, সিভিল ডিফেন্স, দমকল সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিভাবে আগুন তা খতিয়ে দেখা হচ্ছে।- প্রতিবেদন : সেবক দেবশর্মা, লিপেশ লালা
মালদহের দলকল বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ মন্ডল বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে আগুনের খবর প্রথম জানা যায়। ঘটনাস্থল দূরে হওয়ায় পৌঁছতে সময় লেগেছে। কাঁটাতারের ওপারে দেখা গিয়েছে অন্তত ৫০-৬০ একর জুড়ে আগুন ছড়িয়েছিল। বেশ কিছু গাছ পুড়েছে। তবে কী থেকে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেদন : সেবক দেবশর্মা, লিপেশ লালা