Dashami Sindur Khela: সিঁদুর খেলায় দেবীকে বিদায়, শিলিগুড়িতে নাচে-গানে দশমী উদযাপন

Last Updated:
Durga Puja 2024: চোখের পলকে কেটে গেল পুজো। এবার দুর্গাকে বিদায় জানানোর পালা। শিলিগুড়ির বিভিন্ন পুজো মণ্ডপে সকালে দেবী দুর্গাকে বরণ করা হয়। পান, সুপারি ও সিঁদুর পরিয়ে দেন দেবী দুর্গাকে। তারপর সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা।
1/5
আজ দশমী। ভারাক্রকান্ত মনে ঘরের মেয়ে উমাকে বিদায় দেওয়ার পালা ৷ তাই তো সকাল থেকে মনভার আপামর বাঙালির ৷ রীতি তো মানতেই হয়, তাই সিঁদুর খেলা ও দেবী বরণের মধ্যে দিয়ে ঘরের মেয়েকে কৈলাশে পাঠানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ।
আজ দশমী। ভারাক্রকান্ত মনে ঘরের মেয়ে উমাকে বিদায় দেওয়ার পালা ৷ তাই তো সকাল থেকে মনভার আপামর বাঙালির ৷ রীতি তো মানতেই হয়, তাই সিঁদুর খেলা ও দেবী বরণের মধ্যে দিয়ে ঘরের মেয়েকে কৈলাশে পাঠানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ।
advertisement
2/5
নিয়মানুয়ায়ী উমা বিদায়ের আগে সিঁদুর খেলায় মাতলেন শহরের মহিলারা। মিত্রসহ নিমিলনী থেকে উদয়ন সমিতি সমস্ত জায়গাতেই সিঁদুর খেলায় মেতে উঠলেন মহিলারা। সিঁদুরকে ব্রহ্মার প্রতীক বলে মনে করা হয়। ললাটের মাঝে সিঁদুর বিন্দুতে সেই মঙ্গল চিহ্ন আঁকা হয়।
নিয়মানুয়ায়ী উমা বিদায়ের আগে সিঁদুর খেলায় মাতলেন শহরের মহিলারা। মিত্রসহ নিমিলনী থেকে উদয়ন সমিতি সমস্ত জায়গাতেই সিঁদুর খেলায় মেতে উঠলেন মহিলারা। সিঁদুরকে ব্রহ্মার প্রতীক বলে মনে করা হয়। ললাটের মাঝে সিঁদুর বিন্দুতে সেই মঙ্গল চিহ্ন আঁকা হয়।
advertisement
3/5
দেবী দুর্গার সিঁথিতে প্রথমে সিঁদুর অর্পণ করা হয়। তারপর বিদায়বেলায় মাকে মিষ্টি খাইয়ে দেবীকে বরণ করে নেন মেয়েরা। তারপর তারা একে অপরের মুখে সিঁদুর মাখিয়ে আনন্দ উদযাপন করা হয়।
দেবী দুর্গার সিঁথিতে প্রথমে সিঁদুর অর্পণ করা হয়। তারপর বিদায়বেলায় মাকে মিষ্টি খাইয়ে দেবীকে বরণ করে নেন মেয়েরা। তারপর তারা একে অপরের মুখে সিঁদুর মাখিয়ে আনন্দ উদযাপন করা হয়।
advertisement
4/5
সিঁদুর খেলতে এসে উমা চক্রবর্তী জানান, ' আজ মাকে বিদায় জানানোর পালা ৷ স্বাভাবিকভাবেই মন ভারাক্রান্ত ৷ তা সত্ত্বেও আমরা সিঁদুর খেলার মধ্য দিয়ে আনন্দ করছি ৷ মাকে বিদায় জানাচ্ছি ৷ সেই সঙ্গে আগামী বছর আরও ভালো করে যাতে পুজো করতে পারি সেই আশীর্বাদ চেয়ে নিচ্ছি মায়ের কাছে ৷'
সিঁদুর খেলতে এসে উমা চক্রবর্তী জানান, ' আজ মাকে বিদায় জানানোর পালা ৷ স্বাভাবিকভাবেই মন ভারাক্রান্ত ৷ তা সত্ত্বেও আমরা সিঁদুর খেলার মধ্য দিয়ে আনন্দ করছি ৷ মাকে বিদায় জানাচ্ছি ৷ সেই সঙ্গে আগামী বছর আরও ভালো করে যাতে পুজো করতে পারি সেই আশীর্বাদ চেয়ে নিচ্ছি মায়ের কাছে ৷'
advertisement
5/5
উদয়ন সমিতির মাঠে আজ নৃত্য পরিবেশন করেন একাধিক মহিলারা। মনের মধ্যে মাকে বিদায় জানানোর ব্যথা থাকলেও সবমিলিয়ে নাচে গানে আনন্দ উৎযাপন করলেন তারা।
উদয়ন সমিতির মাঠে আজ নৃত্য পরিবেশন করেন একাধিক মহিলারা। মনের মধ্যে মাকে বিদায় জানানোর ব্যথা থাকলেও সবমিলিয়ে নাচে গানে আনন্দ উৎযাপন করলেন তারা।
advertisement
advertisement
advertisement