Durga Puja Travel 2023 : চোখ খুললেই স্বর্গ! স্বপ্নের মতো সুন্দর কাফেরগাঁও! খুব সস্তায় ঘুরে আসুন

Last Updated:
Durga Puja Travel 2023 : এই সুন্দর গ্রামে না গেলে জীবন বৃথা! পাহাড়, কাঞ্চনজঙ্ঘা! সেই সঙ্গে খুব কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা! জানুন বিস্তারিত
1/6
পুজোর ছুটিতে উত্তরবঙ্গের ভ্রমনের একটি নতুন অফবিট গন্তব্য হতে পারে কাফের গাঁও । এই ছোটো পাহাড়ি গ্রামটি কালিম্পং-এর লোলেগাঁও থেকে মাত্র ৬ কিমি দুরে অবস্থিত। যারা প্রকৃতির নিস্তব্ধতা ও দূষণ মুক্ত হাওয়া ,পাহাড়ি জঙ্গল,পাখিদের ডাক , বিভিন্ন পাহাড়ি ফুল এসব পছন্দ করেন তাদের কাছে এই স্থানটি খুব ভাল লাগবে । (লেখা ও ছবি: অনির্বাণ রায়)
পুজোর ছুটিতে উত্তরবঙ্গের ভ্রমনের একটি নতুন অফবিট গন্তব্য হতে পারে কাফের গাঁও । এই ছোটো পাহাড়ি গ্রামটি কালিম্পং-এর লোলেগাঁও থেকে মাত্র ৬ কিমি দুরে অবস্থিত। যারা প্রকৃতির নিস্তব্ধতা ও দূষণ মুক্ত হাওয়া ,পাহাড়ি জঙ্গল,পাখিদের ডাক , বিভিন্ন পাহাড়ি ফুল এসব পছন্দ করেন তাদের কাছে এই স্থানটি খুব ভাল লাগবে । (লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
2/6
কালিম্পং থেকে মাত্র ৪৫ কিমি দুরে অবস্থিত এই কাফেরগাঁও, এই কাফেরগাঁও-এর উচ্চতা প্রায় ৫৩০০ ফিট। কাফের নামটি এসেছে লেপচা ভাষা থেকে। যেটি এখানে পাওয়া যাওয়া এক ধরনের ফুলের নাম। লেপচা ভাষায় যাকে কাফের বলে। সেই ফুল থেকেই এই গ্রামের নাম। (লেখা ও ছবি: অনির্বাণ রায়)
কালিম্পং থেকে মাত্র ৪৫ কিমি দুরে অবস্থিত এই কাফেরগাঁও, এই কাফেরগাঁও-এর উচ্চতা প্রায় ৫৩০০ ফিট। কাফের নামটি এসেছে লেপচা ভাষা থেকে। যেটি এখানে পাওয়া যাওয়া এক ধরনের ফুলের নাম। লেপচা ভাষায় যাকে কাফের বলে। সেই ফুল থেকেই এই গ্রামের নাম। (লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
3/6
পাহাড়ের উপত্যকার ও জঙ্গল দ্বারা ঘেরা স্থানের মাঝে একটি সুসজ্জিত হোম-স্টে যেখান থেকে সামনে চোখ মেললেই দেখা মিলবে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার, এমন একটি স্থানকে মর্তলোকে স্বর্গের থেকে কম বলে মনে হবে না । চারদিকে সবুজ পাহাড়, শান্ত পরিবেশ, পাখিদের ডাক, বিশুদ্ধ বায়ু , কোন রকম তাড়াহুড়ো নেই এমন এক স্থানে প্রকৃতির মাঝে চঞ্চল মনকে শান্ত করার এর থেকে ভালো উপায় হয় না। (লেখা ও ছবি: অনির্বাণ রায়)
পাহাড়ের উপত্যকার ও জঙ্গল দ্বারা ঘেরা স্থানের মাঝে একটি সুসজ্জিত হোম-স্টে যেখান থেকে সামনে চোখ মেললেই দেখা মিলবে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার, এমন একটি স্থানকে মর্তলোকে স্বর্গের থেকে কম বলে মনে হবে না । চারদিকে সবুজ পাহাড়, শান্ত পরিবেশ, পাখিদের ডাক, বিশুদ্ধ বায়ু , কোন রকম তাড়াহুড়ো নেই এমন এক স্থানে প্রকৃতির মাঝে চঞ্চল মনকে শান্ত করার এর থেকে ভালো উপায় হয় না। (লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
4/6
এমন শান্ত পাহাড়ি গ্রামে এসে চখের সামনে কাঞ্চনজঙ্ঘা উপলব্ধি করতে পারলে মন এমনি শান্ত হয়ে যাবে , কাফের গাঁও এর মুল আকর্ষণ হল এখান থেকে দেখতে পাওয়া ঘুমন্ত বুদ্ধ ও তারই সঙ্গে মন ভোলানো সূর্যোদয়ের দৃশ্য । (লেখা ও ছবি: অনির্বাণ রায়)
এমন শান্ত পাহাড়ি গ্রামে এসে চখের সামনে কাঞ্চনজঙ্ঘা উপলব্ধি করতে পারলে মন এমনি শান্ত হয়ে যাবে , কাফের গাঁও এর মুল আকর্ষণ হল এখান থেকে দেখতে পাওয়া ঘুমন্ত বুদ্ধ ও তারই সঙ্গে মন ভোলানো সূর্যোদয়ের দৃশ্য । (লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
5/6
কীভাবে যাবেন?  আপনারা বাস করে এলে শিলিগুড়ি থেকে, ট্রেন এলে এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে নিতে পারেন কাফের গাঁও এর জন্য । শিলিগুড়ি থেকে কাফের গাঁও এর দূরত্ব প্রায় ৯৫ কিমি ও এনজেপি থেকে দূরত্ব প্রায় ১০০ কিমি এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা ও গাড়ি ভাড়া পরবে প্রায় ৪০০০-৪৫০০ টাকা । (লেখা ও ছবি: অনির্বাণ রায়)
কীভাবে যাবেন?  আপনারা বাস করে এলে শিলিগুড়ি থেকে, ট্রেন এলে এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে নিতে পারেন কাফের গাঁও এর জন্য । শিলিগুড়ি থেকে কাফের গাঁও এর দূরত্ব প্রায় ৯৫ কিমি ও এনজেপি থেকে দূরত্ব প্রায় ১০০ কিমি এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা ও গাড়ি ভাড়া পরবে প্রায় ৪০০০-৪৫০০ টাকা । (লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
6/6
কোথায় থাকবেন?  কাফেরগাঁওতে থাকার জন্য হোমস্টে ব্যবস্থা আছে। তবে খুব বেশি হোমস্টে সেখানে নেই । এদের মধ্যে যেগুলি আছে সেগুলি হল, কাফের হোমস্টে , গ্রিন ভ্যালি হোমস্টে । ২০০০ টাকার মধ্যে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। (লেখা ও ছবি: অনির্বাণ রায়)
কোথায় থাকবেন?  কাফেরগাঁওতে থাকার জন্য হোমস্টে ব্যবস্থা আছে। তবে খুব বেশি হোমস্টে সেখানে নেই । এদের মধ্যে যেগুলি আছে সেগুলি হল, কাফের হোমস্টে , গ্রিন ভ্যালি হোমস্টে । ২০০০ টাকার মধ্যে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। (লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
advertisement
advertisement