Durga Puja 2025 : পঞ্চমীতে দেবীর আগমন! গ্রামবাসীদের কাঁধে চেপে ৫ কিলোমিটার পথ পাড়ি দিলেন উমা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Durga Puja 2025 : পঞ্চমীতে গ্রামবাসীদের কাঁধে চেপে এলেন দেবী দুর্গা। গ্রাম থেকে কুমোরটুলির দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এতটা দূর থেকে কাঁধে করে নিয়ে আসা হয় দেবীকে।
গাড়ি, ঠেলায় চাপিয়ে দেবী দুর্গা ও তার সপরিবারকে আসতে দেখা যায়। তবে ফালাকাটার এই গ্রামে আজও দেবী দুর্গা ও তার ছেলেমেয়েরা আসেন গ্রামবাসীর কাঁধে চেপে। এটি প্রথা এই গ্রামের। ফালাকাটার নবনগর গ্রামে গেলে দেখা মেলে এই ছবির। পঞ্চমীর দিন সকালে গ্রামবাসীদের কাঁধে চেপে এলেন দেবী দুর্গা। (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
advertisement
advertisement
advertisement