Darjeeling: দার্জিলিং থেকে ভ্যানিশ 'চকলেট'...! গেল কোথায় 'সব' লজেন্স? চমকে দেবে 'আসল' কারণ!

Last Updated:
Darjeeling: চকলেট অমিল পাহাড়ে। শুনে হয়ত ভাবছেন ফের কোনও অশান্তির জেরে দোকান-পাট বন্ধ পাহাড়ে। আর তাই হয়তো মিলছে না লজেন্স-চকলেট। কিন্তু আসল কারণ মোটেই তা নয়। তাহলে নেপথ্যের আসল কারণ কী?
1/6
চকলেট অমিল পাহাড়ে। শুনে হয়ত ভাবছেন ফের কোনও অশান্তির জেরে দোকান-পাট বন্ধ পাহাড়ে। আর তাই হয়তো মিলছে না লজেন্স-চকলেট। কিন্তু আসল কারণ মোটেই তা নয়। তাহলে নেপথ্যের আসল কারণ কী?
চকলেট অমিল পাহাড়ে। শুনে হয়ত ভাবছেন ফের কোনও অশান্তির জেরে দোকান-পাট বন্ধ পাহাড়ে। আর তাই হয়তো মিলছে না লজেন্স-চকলেট। কিন্তু আসল কারণ মোটেই তা নয়। তাহলে নেপথ্যের আসল কারণ কী?
advertisement
2/6
জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টানা চারদিন ধরে পাহাড়ের বিভিন্ন জায়গায় যত মানুষের সঙ্গে দেখা করেছেন তাদের প্রত্যেকের হাতে হাতে ধরিয়ে দিয়েছেন চকলেট। আর এতেই খরচ হয়েছে নাকি ৩৫ থেকে ৪০ হাজার চকোলেট। আর তাতেই একেবারে দার্জিলিঙের সব দোকান থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে বাচ্চা-বুড়ো সকলের কাছেই এক বাক্যে প্রিয় এই চকলেট নামের বস্তুটি।
জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টানা চারদিন ধরে পাহাড়ের বিভিন্ন জায়গায় যত মানুষের সঙ্গে দেখা করেছেন তাদের প্রত্যেকের হাতে হাতে ধরিয়ে দিয়েছেন চকলেট। আর এতেই খরচ হয়েছে নাকি ৩৫ থেকে ৪০ হাজার চকোলেট। আর তাতেই একেবারে দার্জিলিঙের সব দোকান থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে বাচ্চা-বুড়ো সকলের কাছেই এক বাক্যে প্রিয় এই চকলেট নামের বস্তুটি।
advertisement
3/6
দার্জিলিঙের সবথেকে জমজমাট জায়গা হল ম্যাল। আর সেখানেই চলছে সরস মেলা। সেই ম্যাল থেকে চৌরাস্তা হয়ে রাজভবন পর্যন্ত যে রাস্তা, তার আসে পাশের সব দোকানেই চকোলেট অমিল।
দার্জিলিঙের সবথেকে জমজমাট জায়গা হল ম্যাল। আর সেখানেই চলছে সরস মেলা। সেই ম্যাল থেকে চৌরাস্তা হয়ে রাজভবন পর্যন্ত যে রাস্তা, তার আসে পাশের সব দোকানেই চকোলেট অমিল।
advertisement
4/6
প্রাণ খুলে পাহাড়ের চেনা অচেনা ছোট বড় সকলের মুঠো ভরছেন মুখ্যমন্ত্রী। আর তাতেই গায়েব সব চকলেট। দোকানিদের দাবি, শেষ কৌটোটিও শেষ, অতএব এবার শিলিগুড়ি থেকে অর্ডারি চকলেট না এসে পৌঁছলে মিলবে না এই মহার্ঘ্য।
প্রাণ খুলে পাহাড়ের চেনা অচেনা ছোট বড় সকলের মুঠো ভরছেন মুখ্যমন্ত্রী। আর তাতেই গায়েব সব চকলেট। দোকানিদের দাবি, শেষ কৌটোটিও শেষ, অতএব এবার শিলিগুড়ি থেকে অর্ডারি চকলেট না এসে পৌঁছলে মিলবে না এই মহার্ঘ্য।
advertisement
5/6
এমনিতেই বরাবর পাহাড়ে এসে জন সংযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সবসময়ই বলেন মিষ্টি মধুর সম্পর্ক পাহাড়ের মানুষের সঙ্গে। ভোট ব্যাঙ্ক নয়, লোকসভায় ভোট না পাওয়ার অভিমান নয়, আসলে এখানে এলে এমনিতেই অন্য মুডে দেখা যায় মমতাকে।
এমনিতেই বরাবর পাহাড়ে এসে জন সংযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সবসময়ই বলেন মিষ্টি মধুর সম্পর্ক পাহাড়ের মানুষের সঙ্গে। ভোট ব্যাঙ্ক নয়, লোকসভায় ভোট না পাওয়ার অভিমান নয়, আসলে এখানে এলে এমনিতেই অন্য মুডে দেখা যায় মমতাকে।
advertisement
6/6
কখনও তিনি মোমো বানান তো কখনও ঢুকে পড়েন চায়ের দোকানে। এবারও সেই নজিরই দেখা গেল পাহাড়ের পথে ঘাটে।
কখনও তিনি মোমো বানান তো কখনও ঢুকে পড়েন চায়ের দোকানে। এবারও সেই নজিরই দেখা গেল পাহাড়ের পথে ঘাটে।
advertisement
advertisement
advertisement