Darjeeling Disaster: GTA-র উদ্যোগে দ্রুত গতিতে চলছে রাস্তা পরিষ্কার ও পুনর্গঠনের কাজ, পর্যটকরা দার্জিলিং যেতে পারবেন? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Darjeeling Disaster: দার্জিলিং ও কালিম্পং পাহাড়জুড়ে ভূমিধস ও রাস্তা ধ্বসের পর ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)-এর ইঞ্জিনিয়ারিং বিভাগ। দার্জিলিং ইঞ্জিনিয়ারিং ডিভিশনের তত্ত্বাবধানে একাধিক ব্লকে চলছে রাস্তা পরিষ্কারের জোরকদমে কাজ।
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: টানা বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পং পাহাড়জুড়ে ভূমিধস ও রাস্তা ধ্বসের পর ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)-এর ইঞ্জিনিয়ারিং বিভাগ। দার্জিলিং ইঞ্জিনিয়ারিং ডিভিশনের তত্ত্বাবধানে একাধিক ব্লকে চলছে রাস্তা পরিষ্কারের জোরকদমে কাজ।
advertisement
*GTA সূত্রে জানা গিয়েছে, সুখিয়াপোখরি, মিরিক, বিজনবাড়ি, কার্শিয়াং, রাংলি রাংলিয়ট, লাভা, গরুবথান ও কালিম্পং-সহ প্রায় সবকটি পাহাড়ি ব্লকেই একযোগে চলছে পুনর্গঠন ও রাস্তা মেরামতির কাজ। বহু জায়গায় জেসিবি মেশিন দিয়ে ধস সরানোর পাশাপাশি, কিছু স্থানে স্থানীয় মানুষ ও প্রশাসনের সহযোগিতায় হাতে হাতে পরিষ্কারের কাজ চলছে।
advertisement
advertisement
advertisement
*প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব এলাকায় এখনও ধসের কারণে সংযোগ বিচ্ছিন্ন, সেগুলির পুনরুদ্ধার কাজ তদারকি করছে প্রতিটি ইঞ্জিনিয়ারিং ডিভিশনের বিশেষ টিম। প্রয়োজনে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য চালু করা হয়েছে বিশেষ হেল্প লাইন নম্বর, যে কোনও সমস্যায় সরাসরি যোগাযোগ করতে পারবেন WBSRDA Darjeeling–9823483726, Mirik Engineering Division–9734719890, Kurseong Engineering Division–9832340848, Kalimpong Engineering Division–9800606111 নম্বরে।
advertisement