IMD Rain Alert: জোড়া ঘূর্ণাবর্তের কড়াল থাবা! আজ ফের বৃষ্টি কোন কোন জেলায়? আবহাওয়ার মেগা আপডেট

Last Updated:
IMD Weather Alert: বসন্তে প্রবেশের আগেই গরমের চোখরাঙানি শুরু হয়ে যাবে। গরম থেকে রেহাই মেলার সম্ভাবনা কম হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও।
1/5
*IMD Weather Alert: সকাল থেকেই রোদ নেই শিলিগুড়িতে। শুধু শিরশিরানি হাওয়া! আবহাওয়ার যা মতিগতি, তাতে আগামী দু'দিন রাতের তাপমাত্রার পতন ঘটলেও, শনি থেকে গরম বাড়বে উত্তরবঙ্গে। বসন্তের প্রবেশের আগেই গরমের চোখরাঙানি শুরু হয়ে যাবে। গরম থেকে রেহাই মেলার সম্ভাবনা কম হিমালয় সংলগ্ন জেলাগুলিতে।
*IMD Weather Alert: সকাল থেকেই রোদ নেই শিলিগুড়িতে। শুধু শিরশিরানি হাওয়া! আবহাওয়ার যা মতিগতি, তাতে আগামী দু'দিন রাতের তাপমাত্রার পতন ঘটলেও, শনি থেকে গরম বাড়বে উত্তরবঙ্গে। বসন্তের প্রবেশের আগেই গরমের চোখরাঙানি শুরু হয়ে যাবে। গরম থেকে রেহাই মেলার সম্ভাবনা কম হিমালয় সংলগ্ন জেলাগুলিতে।
advertisement
2/5
*IMD Weather Alert: আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বক্তব্য, 'বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আরও কিছুদিন পাহাড়ি অঞ্চলে থাকবে। তবে ঝঞ্ঝার প্রভাব থেকে মুক্তি পেতে সমতলের বেশিদিন লাগবে না। ঝঞ্ঝা কেটে গেলেই আকাশ পরিষ্কার হওয়ায় সরাসরি সূর্যের তাপ পাওয়া যাবে।'
*IMD Weather Alert: আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বক্তব্য, 'বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আরও কিছুদিন পাহাড়ি অঞ্চলে থাকবে। তবে ঝঞ্ঝার প্রভাব থেকে মুক্তি পেতে সমতলের বেশিদিন লাগবে না। ঝঞ্ঝা কেটে গেলেই আকাশ পরিষ্কার হওয়ায় সরাসরি সূর্যের তাপ পাওয়া যাবে।'
advertisement
3/5
*IMD Weather Alert: তার আগে অবশ্য বুধ থেকে শুক্রবার রাতের তাপমাত্রার কিছুটা পতন ঘটবে। অর্থাৎ বিকেলের তার আগে অবশ্য বুধ থেকে শুক্রবার রাতের তাপমাত্রার কিছুটা পতন ঘটবে। অর্থাৎ, বিকেলের পর থেকে ভোররাত পর্যন্ত কিছুটা শীতল হাওয়া বইবে।
*IMD Weather Alert: তার আগে অবশ্য বুধ থেকে শুক্রবার রাতের তাপমাত্রার কিছুটা পতন ঘটবে। অর্থাৎ বিকেলের তার আগে অবশ্য বুধ থেকে শুক্রবার রাতের তাপমাত্রার কিছুটা পতন ঘটবে। অর্থাৎ, বিকেলের পর থেকে ভোররাত পর্যন্ত কিছুটা শীতল হাওয়া বইবে।
advertisement
4/5
*IMD Weather Alert: তবে ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় দিনের বেলা আবহাওয়া কিছুটা উষ্ণ থাকবে। আর বৃষ্টি? পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হলেও সমতল নিয়ে নিশ্চিত নন আবহবিদরা।
*IMD Weather Alert: তবে ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় দিনের বেলা আবহাওয়া কিছুটা উষ্ণ থাকবে। আর বৃষ্টি? পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হলেও সমতল নিয়ে নিশ্চিত নন আবহবিদরা।
advertisement
5/5
*IMD Weather Alert: বৃষ্টি না হলেও ঝঞ্ঝার প্রভাব কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে বলছেন আবহবিদরা। অর্থাৎ শীতের বিদায় ঘটবে এবং গরম অনুভূত হবে। গত দু'দিন ধরে তাপমাত্রা বৃদ্ধি সেই ইঙ্গিতই দিচ্ছে।
*IMD Weather Alert: বৃষ্টি না হলেও ঝঞ্ঝার প্রভাব কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে বলছেন আবহবিদরা। অর্থাৎ শীতের বিদায় ঘটবে এবং গরম অনুভূত হবে। গত দু'দিন ধরে তাপমাত্রা বৃদ্ধি সেই ইঙ্গিতই দিচ্ছে।
advertisement
advertisement
advertisement