Health Benefit: একটা ‘পাতা’, তার হাজার গুণ! মোমের মতো গলিয়ে দেয় মেদ...প্রেশার-সুগারেও দুর্দান্ত
- Published by:Satabdi Adhikary
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
চিকিৎসক জানাচ্ছেন, কারিপাতা ওজন কমানোর বিষয়েও দারুণ কাজ করে এই কারি পাতা। খাবারে নিয়মিত কারি পাতার রস খেলে চর্বি গলে যায়। ওজন কমে।
advertisement
বাড়ির বাগানে খুব সহজে তো বটেই, এমনকি, টবের মাটিতেও অতি সহজেই বেড়ে ওঠে কারি পাতার গাছ৷ এর থেকে কয়েকটা পাতা তুলে নিয়ে রোদে শুকিয়ে যে কোনও তরকারিতে অনায়াসেই ব্যবহার করা যেতে পারে৷ কোচবিহারের এক অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ দত্ত আমাদের জানাচ্ছেন, এই অতি সামান্য কারি পাতার কী কী অসামান্য উপকারিতা রয়েছে৷
advertisement
advertisement
advertisement
কোনও জায়গায় আঘাত লাগলে বা জখম হলে কারি পাতার রস লাগানো যেতে পারে। কারি পাতার সেদ্ধ করা জল চুলকানি, অল্প পুড়ে যাওয়া জায়গা ইত্যাদি সারাতে ভাল কাজে দেয়। কারি পাতা বাটা খুব ভাল অ্যান্টিসেপ্টিকের কাজ করে। কারিপাতা হার্টের পক্ষেও খুব উপকারী। নিয়মিত কারিপাতার রস খেলে হার্টের রোগ প্রতিরোধ করা সহজ হয়। কারি পাতায় উপস্থিত ফাইবারও ব্লাড সুগার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
advertisement
advertisement
সর্দির হাত থেকেও বাঁচাতে পারে কারি পাতা। কারি পাতা খেলে বমিভাব কমে। ক্যানসারের মতো মারণ রোগকে দূরে রাখে এই পাতায় থাকা ফেনলস নামক একটি উপাদান। লিউকোমিয়া এবং প্রস্টেট ক্যানসারের মতো রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই পাতা। চোখের দৃষ্টিশক্তির জন্যও কারি পাতা খাওয়া খুব ভাল। কারি পাতায় উপস্থিত ভিটামিন এ-র প্রভাবেই চোখের কর্নিয়া ভাল থাকে।
advertisement