Boro Devi Shakti Pujo: ময়নাকাঠে মন্ত্রের মাধ্যমে শক্তি স্থাপন, কোচবিহারে শ্রাবণের শুক্লাষ্টমীতে সূত্রপাত প্রাচীন দুর্গো‍ৎসবের

Last Updated:
Boro Devi Shakti Pujo: শক্তি অর্থাৎ মেরুদন্ড, বিশেষ প্রজাতির কাঠ থেকে এই মেরুদন্ড নির্মাণ করা হয় বড় দেবীর প্রতিমার। এই পুজোকে বলা হয় যুগচ্ছেদন পুজো।
1/6
কোচবিহার জেলার দুর্গা পুজো বলতে বড় দেবীর পুজো সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী। এই পুজোর রীতিনীতি রয়েছে প্রচুর। সেগুলির প্রথম এবং প্রধান রীতি হল ময়না কাঠেরশক্তি পুজো।
কোচবিহার জেলার দুর্গা পুজো বলতে বড় দেবীর পুজো সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী। এই পুজোর রীতিনীতি রয়েছে প্রচুর। সেগুলির প্রথম এবং প্রধান রীতি হল ময়না কাঠেরশক্তি পুজো।
advertisement
2/6
এদিন কোচবিহার ডাঙর আই মন্দিরে শক্তি পুজোর মাধ্যমে বড় দেবীর পুজোর সূচনা করা হল। শক্তি অর্থাৎ মেরুদন্ড, বিশেষ প্রজাতির কাঠ থেকে এই মেরুদন্ড নির্মাণ করা হয় বড় দেবীর প্রতিমার।
এদিন কোচবিহার ডাঙর আই মন্দিরে শক্তি পুজোর মাধ্যমে বড় দেবীর পুজোর সূচনা করা হল। শক্তি অর্থাৎ মেরুদন্ড, বিশেষ প্রজাতির কাঠ থেকে এই মেরুদন্ড নির্মাণ করা হয় বড় দেবীর প্রতিমার।
advertisement
3/6
ময়না কাঠের দন্ডের ওপর ভিত্তি করেই তৈরি হয় বড় দেবীর প্রতিমা। এই কাঠের মধ্যে মন্ত্রের মাধ্যমে শক্তি স্থাপন করেন রাজপুরোহিত। সম্পূর্ণ পুজো সম্পন্ন করতে সময় লাগে দু'ঘন্টার সামান্য বেশি।
ময়না কাঠের দন্ডের ওপর ভিত্তি করেই তৈরি হয় বড় দেবীর প্রতিমা। এই কাঠের মধ্যে মন্ত্রের মাধ্যমে শক্তি স্থাপন করেন রাজপুরোহিত। সম্পূর্ণ পুজো সম্পন্ন করতে সময় লাগে দু'ঘন্টার সামান্য বেশি।
advertisement
4/6
এই পুজোর বিষয়ে রাজ পুরোহিত জানান, এই পুজোয় বলি প্রথা প্রচলিত রয়েছে। মূলত শক্তি পুজোয় রক্তের প্রয়োজন হয়। রাজ আমলের রাজ বিধি অনুযায়ী দীর্ঘ সময় ধরেই এই পুজো হয়ে আসছে।
এই পুজোর বিষয়ে রাজ পুরোহিত জানান, এই পুজোয় বলি প্রথা প্রচলিত রয়েছে। মূলত শক্তি পুজোয় রক্তের প্রয়োজন হয়। রাজ আমলের রাজ বিধি অনুযায়ী দীর্ঘ সময় ধরেই এই পুজো হয়ে আসছে।
advertisement
5/6
শ্রাবণের শুক্লা অষ্টমী তিথিতে পুজো হয় এই ময়না দন্ডের। এই পুজোকে বলা হয় যুগচ্ছেদন পুজো। একমাস বিভিন্ন আচারে পুজো হওয়ার পরে এই কাঠ চলে যায় প্রতিমার তৈরি করার কাজে।
শ্রাবণের শুক্লা অষ্টমী তিথিতে পুজো হয় এই ময়না দন্ডের। এই পুজোকে বলা হয় যুগচ্ছেদন পুজো। একমাস বিভিন্ন আচারে পুজো হওয়ার পরে এই কাঠ চলে যায় প্রতিমার তৈরি করার কাজে।
advertisement
6/6
বড় দেবীর এই প্রতিমা তৈরির কাজ করা হয় বড় দেবীর মন্দিরে। রাজ আমল থেকে কোচবিহারের এই পুজো আজও বেশ জনপ্রিয়। দূর দুরান্তের বহু মানুষ পুজোয় এসে থাকেন কোচবিহারের বড় দেবী বাড়িতে।
বড় দেবীর এই প্রতিমা তৈরির কাজ করা হয় বড় দেবীর মন্দিরে। রাজ আমল থেকে কোচবিহারের এই পুজো আজও বেশ জনপ্রিয়। দূর দুরান্তের বহু মানুষ পুজোয় এসে থাকেন কোচবিহারের বড় দেবী বাড়িতে।
advertisement
advertisement
advertisement