কেক কেটে জন্মদিন পালন পড়ুয়াদের, রিটার্ন গিফট দিলেন শিক্ষিকা! বিদ্যালয়ে মন ভাল করা ছবি
- Published by:
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
শিক্ষিকার তরফ থেকে স্কুলে আয়োজন করা হয় মধ্যাহ্নভোজেরও। মেনুতে ছিল ফ্রাইড রাইস ও চিকেন
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : জন্মদিনে চমকপ্রদ এক দৃষ্টান্ত স্থাপন করলেন নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ম্যানিলা বিশ্বাস। নিজের জন্মদিনকে ঘিরে আলাদা কোনও ব্যক্তিগত আয়োজন না করে, সেই বিশেষ দিনটি তিনি কাটালেন নিজের বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের সঙ্গে। ছোট ছোট পড়ুয়াদের ভালবাসায় ভেসে গিয়ে আবেগঘন হয়ে পড়েন তিনি।
advertisement
সোমবার সকাল থেকেই স্কুলে উৎসবের আবহ। ৪৭ জন ছাত্রছাত্রী একটিও অনুপস্থিত না থেকে, হাজির হয় এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হতে। শিক্ষিকা ম্যানিলা বিশ্বাস নিজ হাতে কেক কেটে খাওয়ান বাচ্চাদের, সঙ্গে উপহার হিসেবে প্রত্যেকের হাতে তুলে দেন একটি করে নতুন স্কুল ব্যাগ। অন্যদিকে ছোট্ট ছোট্ট পড়ুয়ারাও তাদের প্রিয় শিক্ষিকাকে নিজেদের হাতে তৈরি করা কার্ড ও ছোট উপহার দেয়, যা দেখে চোখে জল চলে আসে শিক্ষিকার।
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
শিক্ষিকা ম্যানিলা বিশ্বাস বলেন, “আগে জন্মদিন মানেই ছিল কোনও রেস্তোরাঁয় বা পারিবারিক বন্ধুদের সঙ্গে কাটানো দিন। কিন্তু গত কয়েক বছর ধরে স্কুলের দরিদ্র ছাত্রছাত্রীদের সঙ্গে এই দিনটি কাটিয়ে যে আত্মিক শান্তি পাওয়া যায়, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।” তিনি আরও বলেন, “এমন ছোট ছোট উদ্যোগ শিশুদের মুখে হাসি ফোটায়। সমাজের সকলেরই উচিত এইসব শিশুর জীবনে খানিকটা আনন্দ দেওয়ার চেষ্টা করা।”
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement