Bangla News : ভিনরাজ্যে গিয়ে আচমকা উধাও ছেলে! আজ 'নাটকীয়' মিলন পিতা-পুত্রের, আনন্দে চোখে জল...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bangla News : নাবালক ছেলেকে (Minor Found) হারিয়ে ফেলেছিলেন ভিন রাজ্যে গিয়ে। দীর্ঘদিন চলছিল খোঁজ।
কাছের মানুষ হারিয়ে গেলে যেন এক ঝড় বয়ে যায় জীবনের মধ্যে দিয়ে। প্রতি মুহূর্ত মনে হয় কয়েক যুগ। আর সে যদি সন্তান হয়, তবে আরও নিদারুণ হয়ে ওঠে সেই বিচ্ছেদের যন্ত্রনা। এমনই এক লম্বা সময়ের বিচ্ছেদের পরে নিজের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেলেন পিতা (Lost Minor Found)।নাবালক ছেলেকে হারিয়ে (Bangla News) ফেলেছিলেন ভিন রাজ্যে গিয়ে। এবার তারই খোঁজ পেলেন পুলিশি সক্রিয়তায়।
advertisement
advertisement
advertisement
জানা গিয়েছে, ১৩ বছরের ছেলে আনোয়ারকে (Bangla News) সঙ্গে নিয়ে গত ১৩ জুলাই বিহারের কিষানগঞ্জে Bihar Kisanganj) কাজে গিয়েছিলেন জিয়াবুল হক। গোয়ালপোখর থানার চুরাকুট্টি গ্রামের বাসিন্দা জিয়াবুল কিষাণগঞ্জের একটি দোকানে ছেলেকে খাওয়ানোর সময় হঠাৎ করে উধাও ((Lost Minor Found) হয়ে যায়। অনেক খোঁজাখুজি করার পরেও তার সন্ধান না পাওয়া যায় নি।
advertisement
advertisement
advertisement