কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যখন বৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা। তখন উলটো ছবি উত্তরে। সকাল থেকেই মেঘ আর রোদের লুকোচুরি! ( ছবি ও তথ্য: পার্থ সরকার)
2/ 5
দীর্ঘদিন বাদে মেঘ আর কুয়াশার ঘোমটা সরিয়ে দেখা দিল শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা! ঘুম ভাঙতেই কালিম্পংয়ে বেড়াতে আসা পর্যটকেরা পেলেন ঘুমন্ত বুদ্ধের দর্শন! এই সময়ে যা বাড়তি পাওনা বটে!
3/ 5
দার্জিলিংয়েও আজ আবহাওয়া বেশ ভাল। গতকাল দিনভর বৃষ্টির পর আজ সকাল থেকেই দেখা মিলেছে রোদের।
4/ 5
কুয়াশা আর মেঘের জন্যে কাঞ্চন দর্শন না হলেও মনোরম আবহাওয়ায় খুশী পর্যটকেরা। পর্যটকদের ভিড়ে জমজমাট ম্যাল।
5/ 5
দক্ষিনের হাসফাঁস করা গরম থেকে তো মুক্তি পাওয়া গেল! বলছেন পর্যটকেরা। যেন কিছুতেই পাহাড় ছাড়তে মন চাইছে না!