Rajdhani Express Update: অয়েল ট্যাঙ্কারের থেকে কয়েক হাত দূরেই রাজধানী একই লাইনে, ভারতীয় রেল নিয়মের যে ফের দেখাল চমকে যাবেন

Last Updated:
Rajdhani Express Update: সাহুডাঙ্গীতে এক লাইনে মালগাড়ীর পিছনে রাজধানী! রেল বলছে অটোমেটিক সিগন্যালিংয়ে এটা নাকি স্বাভাবিক!
1/6
সাহুডাঙ্গীতে এক লাইনে দুটি ট্রেন। এক লাইনে তেল বোঝাই মালগাড়ির পেছনে চলে এসেছিল রাজধানী এক্সপ্রেস । রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারার মত ঘটনা অবশ্য এড়ানো গিয়েছে। মালগাড়ির গার্ডের লাল পতাকা দেখে সাহুডাঙ্গীর কাছে ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেস ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়।
সাহুডাঙ্গীতে এক লাইনে দুটি ট্রেন। এক লাইনে তেল বোঝাই মালগাড়ির পেছনে চলে এসেছিল রাজধানী এক্সপ্রেস । রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারার মত ঘটনা অবশ্য এড়ানো গিয়েছে। মালগাড়ির গার্ডের লাল পতাকা দেখে সাহুডাঙ্গীর কাছে ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেস ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়।
advertisement
2/6
প্রত্যক্ষদর্শীদের দাবি দুটি ট্রেনের মধ্যে বড়জোর ১০০ থেকে ২০০ মিটার ফারাক ছিল। ঘটনার পর ওই লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। প্রায় আড়াই ঘন্টা পর দুটি ট্রেন কে পাস করিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। যদিও বিষয়টিকে বড়সড় ব্যাপার হিসাবে গুরুত্ব দিতে নারাজ রেলের আধিকারিকরা ।
প্রত্যক্ষদর্শীদের দাবি দুটি ট্রেনের মধ্যে বড়জোর ১০০ থেকে ২০০ মিটার ফারাক ছিল। ঘটনার পর ওই লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। প্রায় আড়াই ঘন্টা পর দুটি ট্রেন কে পাস করিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। যদিও বিষয়টিকে বড়সড় ব্যাপার হিসাবে গুরুত্ব দিতে নারাজ রেলের আধিকারিকরা ।
advertisement
3/6
এদিকে সাধারণ যাত্রীদের এই কথা , ভয়কে অমূলক বলে উড়িয়ে দিয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেল৷ তাদের দাবি ১ কিমি পর্যন্ত এক লাইনে ট্রেন আসতেই পারে৷ ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হত না৷ পুরো ভয়ই অমূলক৷
এদিকে সাধারণ যাত্রীদের এই কথা , ভয়কে অমূলক বলে উড়িয়ে দিয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেল৷ তাদের দাবি ১ কিমি পর্যন্ত এক লাইনে ট্রেন আসতেই পারে৷ ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হত না৷ পুরো ভয়ই অমূলক৷
advertisement
4/6
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কুমার শর্মা বলেন,
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কুমার শর্মা বলেন,
advertisement
5/6
সোমবার দুপুর নাগাদ বেলাকোবা ও সাহুডাঙ্গির মাঝে আমবাড়ি মোরে ডাউন লাইনে একটি তেলবাহী মালগাড়ির ইঞ্জিন বিকল হয়ে গেলে, তা দাঁড়িয়ে পড়ে ৷ এরপর একই লাইনে চলে আসে ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস । আমবাড়ি মোড়ের কাছে চালকের তৎপরতায় ওই মালগাড়ির একশো মিটার দূরে দাঁড়িয়ে পরে রাজধানী এক্সপ্রেসটি ।
সোমবার দুপুর নাগাদ বেলাকোবা ও সাহুডাঙ্গির মাঝে আমবাড়ি মোরে ডাউন লাইনে একটি তেলবাহী মালগাড়ির ইঞ্জিন বিকল হয়ে গেলে, তা দাঁড়িয়ে পড়ে ৷ এরপর একই লাইনে চলে আসে ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস । আমবাড়ি মোড়ের কাছে চালকের তৎপরতায় ওই মালগাড়ির একশো মিটার দূরে দাঁড়িয়ে পরে রাজধানী এক্সপ্রেসটি ।
advertisement
6/6
প্রত্যক্ষদর্শী রূপাই সাহা তিনি কর্মসূত্রে আম বাড়ির দিকে যাচ্ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকাতেই ছিলেন। তিনি বলেন, ‘হঠাৎ দেখি বিরাট ঝাঁকুনি দিয়ে রাজধানী ট্রেন থেমে যায়। ওই লাইনেই তাকিয়ে দেখি সামনে একটি তেলের ট্যাংকার দাঁড়িয়ে। গার্ড লাল ঝান্ডা দেখাচ্ছেন। একই লাইনে দুটি ট্রেন। একটু উনিশ বিশ হলেই ধাক্কা লেগে যেত।’
প্রত্যক্ষদর্শী রূপাই সাহা তিনি কর্মসূত্রে আম বাড়ির দিকে যাচ্ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকাতেই ছিলেন। তিনি বলেন, ‘হঠাৎ দেখি বিরাট ঝাঁকুনি দিয়ে রাজধানী ট্রেন থেমে যায়। ওই লাইনেই তাকিয়ে দেখি সামনে একটি তেলের ট্যাংকার দাঁড়িয়ে। গার্ড লাল ঝান্ডা দেখাচ্ছেন। একই লাইনে দুটি ট্রেন। একটু উনিশ বিশ হলেই ধাক্কা লেগে যেত।’
advertisement
advertisement
advertisement