Rajdhani Express Update: অয়েল ট্যাঙ্কারের থেকে কয়েক হাত দূরেই রাজধানী একই লাইনে, ভারতীয় রেল নিয়মের যে ফের দেখাল চমকে যাবেন
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Rajdhani Express Update: সাহুডাঙ্গীতে এক লাইনে মালগাড়ীর পিছনে রাজধানী! রেল বলছে অটোমেটিক সিগন্যালিংয়ে এটা নাকি স্বাভাবিক!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শী রূপাই সাহা তিনি কর্মসূত্রে আম বাড়ির দিকে যাচ্ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকাতেই ছিলেন। তিনি বলেন, ‘হঠাৎ দেখি বিরাট ঝাঁকুনি দিয়ে রাজধানী ট্রেন থেমে যায়। ওই লাইনেই তাকিয়ে দেখি সামনে একটি তেলের ট্যাংকার দাঁড়িয়ে। গার্ড লাল ঝান্ডা দেখাচ্ছেন। একই লাইনে দুটি ট্রেন। একটু উনিশ বিশ হলেই ধাক্কা লেগে যেত।’









