North 24 Parganas News: গ্র্যান্ড লিজবোয়া এবার কল্যাণীর পাশাপাশি বনগাঁতেও, ইতিমধ্যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:
গ্র্যান্ড লিজবোয়া এবার কল্যাণীর পাশাপাশি বনগাঁতেও, ইতিমধ্যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
1/6
বনগাঁ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ৭৫ তম বর্ষের পুজোর থিমে রূপ পেয়েছে হংকং এর ম্যাকাও শহরের  গ্র্যান্ড লিজবোয়া টাওয়ার
বনগাঁ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ৭৫ তম বর্ষের পুজোর থিমে রূপ পেয়েছে হংকং এর ম্যাকাও শহরের গ্র্যান্ড লিজবোয়া টাওয়ার
advertisement
2/6
কল্যাণীতেও এ বছর পুজোর থিমে উঠে এসেছে এই গ্র্যান্ড লিসবোয়া। ফলে দুই জেলায় হংকং এর এই বিশেষ দর্শনীয় স্থান নিয়ে চড়ছে উন্মাদনার পারদ
কল্যাণীতেও এ বছর পুজোর থিমে উঠে এসেছে এই গ্র্যান্ড লিসবোয়া। ফলে দুই জেলায় হংকং এর এই বিশেষ দর্শনীয় স্থান নিয়ে চড়ছে উন্মাদনার পারদ
advertisement
3/6
বনগাঁর এই জেবিএস ক্লাবের পুজো মন্ডপের উচ্চতা করা হয়েছে ১৪৫ ফুট লম্বা ও ৫৫ ফুট চওড়া। মন্ডপটি তৈরি করেছেন শিল্পী প্রশান্ত পাল
বনগাঁর এই জেবিএস ক্লাবের পুজো মন্ডপের উচ্চতা করা হয়েছে ১৪৫ ফুট লম্বা ও ৫৫ ফুট চওড়া। মন্ডপটি তৈরি করেছেন শিল্পী প্রশান্ত পাল
advertisement
4/6
প্রতিমা নির্মাণ করেছেন নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির সুশান্ত পাল। এই পূজোর বাজেট রাখা হয়েছে ৬০ লক্ষ টাকা
প্রতিমা নির্মাণ করেছেন নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির সুশান্ত পাল। এই পূজোর বাজেট রাখা হয়েছে ৬০ লক্ষ টাকা
advertisement
5/6
ইতিমধ্যেই এই মণ্ডপের ভিতরের কারুকার্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বনগাঁর সেরা পুজো গুলির মধ্যে এবছর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই গ্রান্ড লিজবোয়া
ইতিমধ্যেই এই মণ্ডপের ভিতরের কারুকার্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বনগাঁর সেরা পুজো গুলির মধ্যে এবছর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই গ্রান্ড লিজবোয়া
advertisement
6/6
ইতিমধ্যেই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। রাতের আলোকসজ্জায় থাকছে বিশেষ চমক। দায়িত্বে রয়েছেন সুমন পাল চন্দননগর, হুগলী
ইতিমধ্যেই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। রাতের আলোকসজ্জায় থাকছে বিশেষ চমক। দায়িত্বে রয়েছেন সুমন পাল চন্দননগর, হুগলী
advertisement
advertisement
advertisement