Zika Virus:এ বার কী দেশে জিকার সংক্রমণ? কর্নাটকে আতঙ্ক, মশার শরীরে মিলল ভাইরাস
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Zika Virus: গত অগাস্ট মাসে এই নমুনাগুলি পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল৷ অক্টোবরের ২৫ তারিখে এই পরীক্ষার ফল আসে৷
হঠাৎ করে বেঙ্গালুরুতে জিকা আতঙ্ক৷ জিকা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে কর্নাটক স্বাস্থ্য দফতরে জারি করা হল উচ্চ সতর্কতা৷ কর্নাটকের ৬৮টি জায়গায় থেকে বিভিন্ন মশার নমুনা সংগ্রহ করে সেগুলি পরীক্ষা করা হয়েছে৷ চিক্কাবালুর জেলায় একটি মশার শরীরে এই ভাইরাসের সন্ধান মিলেছে৷ সেই এলাকার আলাদা ছ’টি স্থান থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে৷ (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement
advertisement