Spy Travel Vlogger Jyoti: পুণ্যার্থী দলের সঙ্গে প্রথম বার পা পাকিস্তানে! ‘এই’ ভাবেই ভারতের তথ্য পাকিস্তানে পাচার করতেন গুপ্তচর ইউটিউবার জ্যোতি!
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Spy Travel Vlogger Jyoti: তদন্তে উঠে এসেছে, একাধিক পাকিস্তানি এজেন্টের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতি মালহোত্রার৷ একাধিক উপায়ে গোপন রাখতেন তাঁর এই যোগাযোগ৷ তাঁর চরবৃত্তির ডিজিটাল প্রমাণ এ বার গোয়ন্দাদের হাতে৷
advertisement
advertisement
advertisement
হরিয়ানা পুলিশ জানিয়েছে যে প্রতারণা নিশ্চিত করার জন্য স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো সাধারণভাবে ব্যবহৃত এনক্রিপ্ট করা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করা হয়েছিল। এক সংবাদ সম্মেলনে হিসারের পুলিশ সুপার (এসপি) শশাঙ্ক কুমার সাওয়ন বলেছেন যে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তদন্তে সহায়তা করছে। "এনআইএ জ্যোতি মালহোত্রাকেও জিজ্ঞাসাবাদ করেছে। অন্যান্য সংস্থাও তাঁকে জিজ্ঞাসাবাদ করছে," আরও বলেন শশাঙ্ক।
advertisement
advertisement
অভিযোগ, হরকিরত সিং তাকে দু’বার ভিসা পেতে সাহায্য করেছিলেন এবং একটি শিখ পুণ্যার্থী দলের সঙ্গে পাকিস্তানে পাঠিয়েছিলেন। ভারতীয় শিখরা নিয়মিতভাবে জাঠার অংশ হিসেবে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে নানকানা সাহিবের মতো গুরুদ্বারে তীর্থযাত্রার উদ্দেশে যাতায়াত করেন। কর্মকর্তারা জানিয়েছেন যে জ্যোতির ডিজিটাল ডিভাইস, যেমন মোবাইল ফোন, আটক করা হয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement







