ভর্তুকি নেই ? যেভাবে বুক করলে সস্তায় মিলবে গ্যাস

Last Updated:
1/4
 এলপিজি গ্যাস বুকিং করার সময় আপনি পেতে পারেন একটি বড়সড় ছাড় ৷ সরকারি বেশ কিছু সংস্থা থেকে এলপিজি গ্যাস কিনলেই মিলবে সেই সুযোগ ৷ HPCL, BPCL এবং IOC সংস্থাগুলি পাচ্ছে এই ছাড় ৷ কীভাবে পাবেন সেই সুবিধা ? সেই কারণে আপনাকে অনলাইনে গ্যাস বুক করতে হবে এবং অনলাইনেই সেই গ্যাসের টাকা দিতে হবে ৷ শুধু সাবসিডি সিলিন্ডারের ক্ষেত্রেই নয় ৷ কমার্শিয়াল সিল্ডান্ডারেও মিলবে এই ছাড় ৷
এলপিজি গ্যাস বুকিং করার সময় আপনি পেতে পারেন একটি বড়সড় ছাড় ৷ সরকারি বেশ কিছু সংস্থা থেকে এলপিজি গ্যাস কিনলেই মিলবে সেই সুযোগ ৷ HPCL, BPCL এবং IOC সংস্থাগুলি পাচ্ছে এই ছাড় ৷ কীভাবে পাবেন সেই সুবিধা ? সেই কারণে আপনাকে অনলাইনে গ্যাস বুক করতে হবে এবং অনলাইনেই সেই গ্যাসের টাকা দিতে হবে ৷ শুধু সাবসিডি সিলিন্ডারের ক্ষেত্রেই নয় ৷ কমার্শিয়াল সিল্ডান্ডারেও মিলবে এই ছাড় ৷
advertisement
2/4
যদি আপনি প্রতিটি বুকিংয়েই ছাড় পেতে চান ৷ তাহলে সেই সুযোগও রয়েছে আপনার কাছে ৷ তার জন্য অনলাইন গ্যাস বুকিংয়ের পর টাকা দেওয়ার পদ্ধতিতে বেশ কিছুটা বদল আনতে হবে ৷ এক একবার এক একরকম পদ্ধতিতে পেমেন্ট করুন ৷ তাহলেই পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় ৷
যদি আপনি প্রতিটি বুকিংয়েই ছাড় পেতে চান ৷ তাহলে সেই সুযোগও রয়েছে আপনার কাছে ৷ তার জন্য অনলাইন গ্যাস বুকিংয়ের পর টাকা দেওয়ার পদ্ধতিতে বেশ কিছুটা বদল আনতে হবে ৷ এক একবার এক একরকম পদ্ধতিতে পেমেন্ট করুন ৷ তাহলেই পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় ৷
advertisement
3/4
ক্যাশলেস লেনদেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ৷ সেই ক্যাশলেস টাকা পয়সা লেনদেনের মাধ্যমেও যদি আপনি কোনও গ্যাস কিনে থাকেন, তাহলে সিলিন্ডার প্রতি ৫ টাকা ছাড় পাবেন ভোক্তা ৷
ক্যাশলেস লেনদেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ৷ সেই ক্যাশলেস টাকা পয়সা লেনদেনের মাধ্যমেও যদি আপনি কোনও গ্যাস কিনে থাকেন, তাহলে সিলিন্ডার প্রতি ৫ টাকা ছাড় পাবেন ভোক্তা ৷
advertisement
4/4
২০১৬ সালের নভম্বর মাসে নোটবন্দির ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারপর থেকেই ডিজিটাইলেজশনের উপর জোর দেন মোদি ৷ বেশ কিছু স্কিমও তৈরি করেন তিনি ৷ যে সমস্ত স্কিমের মারফত সাধারণ মানুষও এই ক্যাশলেস লেনদেনে সামিল হতে পারবেন ৷
২০১৬ সালের নভম্বর মাসে নোটবন্দির ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারপর থেকেই ডিজিটাইলেজশনের উপর জোর দেন মোদি ৷ বেশ কিছু স্কিমও তৈরি করেন তিনি ৷ যে সমস্ত স্কিমের মারফত সাধারণ মানুষও এই ক্যাশলেস লেনদেনে সামিল হতে পারবেন ৷
advertisement
advertisement
advertisement