Yearender 2018: ঝড় তুলল #MeToo, একের পর এক অভিযোগে মুখ পুড়ল সেলেবদের

Last Updated:
1/10
২০১৮-তে সবচেয়ে বেশি বিতর্কের ঝড় তুলেছে মিটু৷ অভিযোগ, প্রতিবাদে একের পর এক কাবু হয়েছেন হেভি ওয়েট সেলিব্রিটিরা৷ দেখে নিন এই তালিকায় রয়েছেন কারা৷
২০১৮-তে সবচেয়ে বেশি বিতর্কের ঝড় তুলেছে মিটু৷ অভিযোগ, প্রতিবাদে একের পর এক কাবু হয়েছেন হেভি ওয়েট সেলিব্রিটিরা৷ দেখে নিন এই তালিকায় রয়েছেন কারা৷
advertisement
2/10
যেই ঘটনা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে তার সঙ্গে নাম জড়িয়েছিল তনুশ্রী দত্ত ও নানা পাটেকর৷ তনুশ্রী জানান, হর্ন ওকে প্লিজ ছবির সেটে তাকে যৌন হেনস্থা করেন নানা৷ প্রতিবাদ করলে সেট থেকে বের করে দেন৷ তার গাড়িও ভাঙচুর করেন৷
যেই ঘটনা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে তার সঙ্গে নাম জড়িয়েছিল তনুশ্রী দত্ত ও নানা পাটেকর৷ তনুশ্রী জানান, হর্ন ওকে প্লিজ ছবির সেটে তাকে যৌন হেনস্থা করেন নানা৷ প্রতিবাদ করলে সেট থেকে বের করে দেন৷ তার গাড়িও ভাঙচুর করেন৷
advertisement
3/10
দক্ষিণী অভিনেত্রী মায়া কৃষ্ণণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন অভিনেত্রী অনন্যা রামপ্রসাদ৷ অনন্যা বলেন, মায়াকে বিশ্বাস করেই তার পাশে শুয়েছিলেন তিনি৷ হঠাৎই মায়া তাকে চমকে গিয়ে চুমু খেতে শুরু করেন ঠোঁটে৷
দক্ষিণী অভিনেত্রী মায়া কৃষ্ণণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন অভিনেত্রী অনন্যা রামপ্রসাদ৷ অনন্যা বলেন, মায়াকে বিশ্বাস করেই তার পাশে শুয়েছিলেন তিনি৷ হঠাৎই মায়া তাকে চমকে গিয়ে চুমু খেতে শুরু করেন ঠোঁটে৷
advertisement
4/10
পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগ তোলেন অভিনেত্রী প্রিযাঙ্কা বোস৷তিনি বলেন বিকিনিতে অডিশন দেওয়ার সময় সাজিদ নিজের যৌনাঙ্গ তুলে ধরে দেখিয়ে বলেন, তোমাকে দেখে আমারটাই দাঁড়াচ্ছে না তো দর্শকদের কী দাঁড়াবে?
পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগ তোলেন অভিনেত্রী প্রিযাঙ্কা বোস৷তিনি বলেন বিকিনিতে অডিশন দেওয়ার সময় সাজিদ নিজের যৌনাঙ্গ তুলে ধরে দেখিয়ে বলেন, তোমাকে দেখে আমারটাই দাঁড়াচ্ছে না তো দর্শকদের কী দাঁড়াবে?
advertisement
5/10
সঙ্গীতশিল্পী শ্বেতা পণ্ডিত জানান, যখন তার ১৫ বছর বয়স ছিল, অনু মালিক তাকে একা পেয়ে তার শরীরের খাঁজে খাঁজে হাত বুলিয়েছেন৷ শ্বেতার পাশে দাঁড়ান অনেকেই৷ অভিযোগের জেরে ইন্ডিয়ান আইডলের বিচারকের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন অনু৷
সঙ্গীতশিল্পী শ্বেতা পণ্ডিত জানান, যখন তার ১৫ বছর বয়স ছিল, অনু মালিক তাকে একা পেয়ে তার শরীরের খাঁজে খাঁজে হাত বুলিয়েছেন৷ শ্বেতার পাশে দাঁড়ান অনেকেই৷ অভিযোগের জেরে ইন্ডিয়ান আইডলের বিচারকের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন অনু৷
advertisement
6/10
বাবুমশাই বন্দুকবাজ ছবির কুশান নন্দীর বিরুদ্ধে অভিযোগ তোলেন চিত্রাঙ্গদা সিং৷ তিনি বলেন, পরিচালক তাকে বলেছিলেন ব্লাউজের বোতাম খুলে, পা ফাঁক করে নওয়াজের শরীরের ওপর চড়ে বসতে৷নওয়াজ সব কিছু বুঝেও চুপ করে ছিলেন বলেও জানান চিত্রাঙ্গদা৷
বাবুমশাই বন্দুকবাজ ছবির কুশান নন্দীর বিরুদ্ধে অভিযোগ তোলেন চিত্রাঙ্গদা সিং৷ তিনি বলেন, পরিচালক তাকে বলেছিলেন ব্লাউজের বোতাম খুলে, পা ফাঁক করে নওয়াজের শরীরের ওপর চড়ে বসতে৷নওয়াজ সব কিছু বুঝেও চুপ করে ছিলেন বলেও জানান চিত্রাঙ্গদা৷
advertisement
7/10
মিটু-র অভিযোগ থেকে নিজেকে বাঁচাতে পারেননি বলিউডের সংস্কারি পিতাজি অলোকনাথও৷ অভিনেত্রী রেনুকা সাহানে জানান, পেটে মদ পড়লে আর ঠিক থাকেন না অলোকজী৷ মহিলাদের ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি৷ অনেক বলি অভিনেত্রীই রেনুকার পাশে দাঁড়িয়েছেন৷
মিটু-র অভিযোগ থেকে নিজেকে বাঁচাতে পারেননি বলিউডের সংস্কারি পিতাজি অলোকনাথও৷ অভিনেত্রী রেনুকা সাহানে জানান, পেটে মদ পড়লে আর ঠিক থাকেন না অলোকজী৷ মহিলাদের ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি৷ অনেক বলি অভিনেত্রীই রেনুকার পাশে দাঁড়িয়েছেন৷
advertisement
8/10
অভিযোগ তুলেছেন কমিক অভিনেতা আলি আসগরও৷ আলি জানান, একটি অনুষ্ঠানে তাঁকে কপিল শর্মা শো-এর আইকনিক দাদি হিসেবে পারফর্ম করতে ডাকা হয়েছিল৷ কিন্তু উনি স্টেজে উঠতেই একদল মদ্যপ তাকে ঘিরে ধরে, বুকে হাত দেয়, নিতম্বে চিমটি কাটে৷
অভিযোগ তুলেছেন কমিক অভিনেতা আলি আসগরও৷ আলি জানান, একটি অনুষ্ঠানে তাঁকে কপিল শর্মা শো-এর আইকনিক দাদি হিসেবে পারফর্ম করতে ডাকা হয়েছিল৷ কিন্তু উনি স্টেজে উঠতেই একদল মদ্যপ তাকে ঘিরে ধরে, বুকে হাত দেয়, নিতম্বে চিমটি কাটে৷
advertisement
9/10
তবে মিটু-বিতর্কে সবচেয়ে বেশি জেরবার হয়েছেন রাজনীতিক এম জে আকবর৷একসঙ্গে ২০ জন মহিলা তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন৷ তাঁর বিরুদ্ধে৷
তবে মিটু-বিতর্কে সবচেয়ে বেশি জেরবার হয়েছেন রাজনীতিক এম জে আকবর৷একসঙ্গে ২০ জন মহিলা তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন৷ তাঁর বিরুদ্ধে৷
advertisement
10/10
পরিচালক-প্রযোজন সুভাষ ঘাইয়ের বিরুদ্ধ অভিযোগ তোলেন  অভিনেত্রী কেট শর্মা৷তার অভিযোগ ছিল প্রতিশ্রুতি দিয়েও তাকে বলিউডে লঞ্চ করেননি সুভাষ৷ অথচ ব্যবহার করেছেন নানা ভাবে৷ বাড়িতে ডেকে একগাদা লোকের সামনে তাকে দিয়ে সারা শরীর মাসাজ করান বলে জানান কেট৷
পরিচালক-প্রযোজন সুভাষ ঘাইয়ের বিরুদ্ধ অভিযোগ তোলেন অভিনেত্রী কেট শর্মা৷তার অভিযোগ ছিল প্রতিশ্রুতি দিয়েও তাকে বলিউডে লঞ্চ করেননি সুভাষ৷ অথচ ব্যবহার করেছেন নানা ভাবে৷ বাড়িতে ডেকে একগাদা লোকের সামনে তাকে দিয়ে সারা শরীর মাসাজ করান বলে জানান কেট৷
advertisement
advertisement
advertisement