Divorce Case: বিছানায় কিছুই ‘করতে’ পারে না স্বামী...তাই, চাই ৯০ লাখ টাকা খোরপোশ! জানেন কী রায় দিল আদালত?

Last Updated:
মহিলার আরও দাবি, তাঁর স্বামীর যে রিউমাটয়েড আর্থরাইটিস রয়েছে, যে কারণে উনি যৌন সম্পর্ক স্থাপনে অক্ষম, তা বিয়ের আগে তিনি সম্পূর্ণ লুকিয়ে গিয়েছিলেন৷ ওই মহিলার দাবি, এমনভাবে অসুস্থতা লুকিয়ে বিয়ে করা হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫ অনুযায়ী নিষ্ঠুরতার সমান৷
1/6
তেলঙ্গানা: তিনি এই বৈবাহিক সম্পর্ক থেকে মুক্তি চান৷ স্বামী রুগন্৷ তাঁর একাধিক সমস্যা রয়েছে৷ এমনকি, দু’দুবার হানিমুনে গিয়েও কিছুই ‘করতে’ পারেননি৷ এমন অভিযোগ তুলে তেলিঙ্গানা হাইকোর্টে বিবাহবিচ্ছেদের দাবি জানালেন এক মহিলা৷ পাশাপাশি, তাঁর দাবি, তাঁর জীবন এমন নির্মম ভাবে তছনছ করার জন্য, তাঁকে ‘ঠকানো’র জন্য তাঁকে এককালীন ৯০ লক্ষ টাকা খোরপোশ দিক তাঁর বিবাহবিচ্ছিন্ন স্বামী৷
তেলঙ্গানা: তিনি এই বৈবাহিক সম্পর্ক থেকে মুক্তি চান৷ স্বামী রুগন্৷ তাঁর একাধিক সমস্যা রয়েছে৷ এমনকি, দু’দুবার হানিমুনে গিয়েও কিছুই ‘করতে’ পারেননি৷ এমন অভিযোগ তুলে তেলিঙ্গানা হাইকোর্টে বিবাহবিচ্ছেদের দাবি জানালেন এক মহিলা৷ পাশাপাশি, তাঁর দাবি, তাঁর জীবন এমন নির্মম ভাবে তছনছ করার জন্য, তাঁকে ‘ঠকানো’র জন্য তাঁকে এককালীন ৯০ লক্ষ টাকা খোরপোশ দিক তাঁর বিবাহবিচ্ছিন্ন স্বামী৷
advertisement
2/6
ওই মহিলা আদালতে দাবি করেছেন, তাঁর স্বামীর যৌন রোগ ‘ইরেকটাইল ডিসফাঙশনে’র সমস্যা রয়েছে৷ সেই কারণে, তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেই পারেন না৷ শুধু তাই নয়, ২০১৩ সালে তাঁদের বিয়ে হলেও এতদিন পর্যন্ত সেই বিয়ে আসলে শরীরের মনের হয়েই ওঠেনি৷
ওই মহিলা আদালতে দাবি করেছেন, তাঁর স্বামীর যৌন রোগ ‘ইরেকটাইল ডিসফাঙশনে’র সমস্যা রয়েছে৷ সেই কারণে, তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেই পারেন না৷ শুধু তাই নয়, ২০১৩ সালে তাঁদের বিয়ে হলেও এতদিন পর্যন্ত সেই বিয়ে আসলে শরীরের মনের হয়েই ওঠেনি৷
advertisement
3/6
মহিলা জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী ২০১৩ সালে বিয়ের পরে কেরল এবং ২০১৪ সালে কাশ্মীরে হানিমুনে গিয়েছিলেন৷ কিন্তু, অনেক চেষ্টা করেও যৌন সম্পর্ক স্থাপন করতে পারেননি৷
মহিলা জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী ২০১৩ সালে বিয়ের পরে কেরল এবং ২০১৪ সালে কাশ্মীরে হানিমুনে গিয়েছিলেন৷ কিন্তু, অনেক চেষ্টা করেও যৌন সম্পর্ক স্থাপন করতে পারেননি৷
advertisement
4/6
মহিলার আরও দাবি, তাঁর স্বামীর যে রিউমাটয়েড আর্থরাইটিস রয়েছে, যে কারণে উনি যৌন সম্পর্ক স্থাপনে অক্ষম, তা বিয়ের আগে তিনি সম্পূর্ণ লুকিয়ে গিয়েছিলেন৷ ওই মহিলার দাবি, এমনভাবে অসুস্থতা লুকিয়ে বিয়ে করা হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫ অনুযায়ী নিষ্ঠুরতার সমান৷ তিনি ২০১৭ সালে চিকিৎসকের একটি রিপোর্টও দেখান, যেখানে জানানো হয়েছে, তাঁর স্বামী বৈবাহিক জীবন পালনে ও সন্তান উৎপাদনে অক্ষম৷
মহিলার আরও দাবি, তাঁর স্বামীর যে রিউমাটয়েড আর্থরাইটিস রয়েছে, যে কারণে উনি যৌন সম্পর্ক স্থাপনে অক্ষম, তা বিয়ের আগে তিনি সম্পূর্ণ লুকিয়ে গিয়েছিলেন৷ ওই মহিলার দাবি, এমনভাবে অসুস্থতা লুকিয়ে বিয়ে করা হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫ অনুযায়ী নিষ্ঠুরতার সমান৷ তিনি ২০১৭ সালে চিকিৎসকের একটি রিপোর্টও দেখান, যেখানে জানানো হয়েছে, তাঁর স্বামী বৈবাহিক জীবন পালনে ও সন্তান উৎপাদনে অক্ষম৷
advertisement
5/6
যদিও ওই মহিলার স্বামী তাঁর স্ত্রীয়ের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন৷ তাঁর দাবি, তাঁর স্ত্রীয়ের আনা যাবতীয় অভিযোগ মিথ্যে৷ এই ক’বছরের বৈবাহিক জীবনে বহুবার মিলিত হয়েছেন৷ তাঁর সাময়িক ভাবে ‘ইরেক্টাইল ডিসফাংশনে’র সমস্যা থাকলেও পরে চিকিৎসা করানোয় সেরে যায়৷
যদিও ওই মহিলার স্বামী তাঁর স্ত্রীয়ের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন৷ তাঁর দাবি, তাঁর স্ত্রীয়ের আনা যাবতীয় অভিযোগ মিথ্যে৷ এই ক’বছরের বৈবাহিক জীবনে বহুবার মিলিত হয়েছেন৷ তাঁর সাময়িক ভাবে ‘ইরেক্টাইল ডিসফাংশনে’র সমস্যা থাকলেও পরে চিকিৎসা করানোয় সেরে যায়৷
advertisement
6/6
সব শুনে তেলিঙ্গানা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এবং বিচারপতি বি আর মধুসূদন রাও জানিয়েছেন, স্বামীর ‘অপারগতার’ উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি ওই মহিলা, তাঁকে হেনস্থা করার প্রমাণও দাখিল করতে পারেননি৷ এছা়ড়া, কেন তাঁকে ৯০ লক্ষ টাকা খোরপোশ দিতে হবে, তার পিছনে যুক্তি দিতেও তিনি ব্যর্থ হয়েছেন৷
সব শুনে তেলিঙ্গানা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এবং বিচারপতি বি আর মধুসূদন রাও জানিয়েছেন, স্বামীর ‘অপারগতার’ উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি ওই মহিলা, তাঁকে হেনস্থা করার প্রমাণও দাখিল করতে পারেননি৷ এছা়ড়া, কেন তাঁকে ৯০ লক্ষ টাকা খোরপোশ দিতে হবে, তার পিছনে যুক্তি দিতেও তিনি ব্যর্থ হয়েছেন৷
advertisement
advertisement
advertisement