Divorce Case: বিছানায় কিছুই ‘করতে’ পারে না স্বামী...তাই, চাই ৯০ লাখ টাকা খোরপোশ! জানেন কী রায় দিল আদালত?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
মহিলার আরও দাবি, তাঁর স্বামীর যে রিউমাটয়েড আর্থরাইটিস রয়েছে, যে কারণে উনি যৌন সম্পর্ক স্থাপনে অক্ষম, তা বিয়ের আগে তিনি সম্পূর্ণ লুকিয়ে গিয়েছিলেন৷ ওই মহিলার দাবি, এমনভাবে অসুস্থতা লুকিয়ে বিয়ে করা হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫ অনুযায়ী নিষ্ঠুরতার সমান৷
তেলঙ্গানা: তিনি এই বৈবাহিক সম্পর্ক থেকে মুক্তি চান৷ স্বামী রুগন্৷ তাঁর একাধিক সমস্যা রয়েছে৷ এমনকি, দু’দুবার হানিমুনে গিয়েও কিছুই ‘করতে’ পারেননি৷ এমন অভিযোগ তুলে তেলিঙ্গানা হাইকোর্টে বিবাহবিচ্ছেদের দাবি জানালেন এক মহিলা৷ পাশাপাশি, তাঁর দাবি, তাঁর জীবন এমন নির্মম ভাবে তছনছ করার জন্য, তাঁকে ‘ঠকানো’র জন্য তাঁকে এককালীন ৯০ লক্ষ টাকা খোরপোশ দিক তাঁর বিবাহবিচ্ছিন্ন স্বামী৷
advertisement
advertisement
advertisement
মহিলার আরও দাবি, তাঁর স্বামীর যে রিউমাটয়েড আর্থরাইটিস রয়েছে, যে কারণে উনি যৌন সম্পর্ক স্থাপনে অক্ষম, তা বিয়ের আগে তিনি সম্পূর্ণ লুকিয়ে গিয়েছিলেন৷ ওই মহিলার দাবি, এমনভাবে অসুস্থতা লুকিয়ে বিয়ে করা হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫ অনুযায়ী নিষ্ঠুরতার সমান৷ তিনি ২০১৭ সালে চিকিৎসকের একটি রিপোর্টও দেখান, যেখানে জানানো হয়েছে, তাঁর স্বামী বৈবাহিক জীবন পালনে ও সন্তান উৎপাদনে অক্ষম৷
advertisement
advertisement
সব শুনে তেলিঙ্গানা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এবং বিচারপতি বি আর মধুসূদন রাও জানিয়েছেন, স্বামীর ‘অপারগতার’ উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি ওই মহিলা, তাঁকে হেনস্থা করার প্রমাণও দাখিল করতে পারেননি৷ এছা়ড়া, কেন তাঁকে ৯০ লক্ষ টাকা খোরপোশ দিতে হবে, তার পিছনে যুক্তি দিতেও তিনি ব্যর্থ হয়েছেন৷