থাইল্যান্ড থেকে সপরিবারে খোশমেজাজে ফিরেছিলেন মহিলা, দিল্লি বিমানবন্দরে বাজেয়াপ্ত হল গয়না ! তারপর যা করলেন তিনি...

Last Updated:
Airport Customs: নিজের পরিবার নিয়ে থাইল্যান্ড থেকে দিল্লি এসেছিলেন এক মহিলা। কিন্তু দিল্লি বিমানবন্দরেই বাঁধল বিপত্তি। মহিলাকে দীর্ঘক্ষণ আটকে রেখে তাঁকে জেরা করতে শুরু করে শুল্ক বিভাগ। এমনকী, তাঁর নিজস্ব গয়নাও বাজেয়াপ্ত করা হয়। দাবি করা হয় যে, সেই গয়না আদতে পাচার করা সোনা। ফলে পূজা শেঠ নামে ওই মহিলাকে পড়তে হয়েছে চরম বিপাকে।
1/5
নিজের পরিবার নিয়ে থাইল্যান্ড থেকে দিল্লি এসেছিলেন এক মহিলা। কিন্তু দিল্লি বিমানবন্দরেই বাঁধল বিপত্তি। মহিলাকে দীর্ঘক্ষণ আটকে রেখে তাঁকে জেরা করতে শুরু করে শুল্ক বিভাগ। এমনকী, তাঁর নিজস্ব গয়নাও বাজেয়াপ্ত করা হয়। দাবি করা হয় যে, সেই গয়না আদতে পাচার করা সোনা। ফলে পূজা শেঠ নামে ওই মহিলাকে পড়তে হয়েছে চরম বিপাকে। এদিকে পূজার সঙ্গে ছিলেন তাঁর স্বামী এবং তাঁদের সন্তানও। ফলে হয়রানির মুখে পড়তে হয়েছে তাঁদেরও। (Representative Image)
নিজের পরিবার নিয়ে থাইল্যান্ড থেকে দিল্লি এসেছিলেন এক মহিলা। কিন্তু দিল্লি বিমানবন্দরেই বাঁধল বিপত্তি। মহিলাকে দীর্ঘক্ষণ আটকে রেখে তাঁকে জেরা করতে শুরু করে শুল্ক বিভাগ। এমনকী, তাঁর নিজস্ব গয়নাও বাজেয়াপ্ত করা হয়। দাবি করা হয় যে, সেই গয়না আদতে পাচার করা সোনা। ফলে পূজা শেঠ নামে ওই মহিলাকে পড়তে হয়েছে চরম বিপাকে। এদিকে পূজার সঙ্গে ছিলেন তাঁর স্বামী এবং তাঁদের সন্তানও। ফলে হয়রানির মুখে পড়তে হয়েছে তাঁদেরও। (Representative Image)
advertisement
2/5
বাজেয়াপ্ত হওয়া গয়নার মধ্যে ছিল ৪টি রত্ন-খচিত চুড়ি। যেগুলির ওজন ছিল ৭৮ গ্রাম। সেই সঙ্গে ছিল একটি সোনার বালা, যার ওজন ৪৫ গ্রাম। এছাড়াও ছিল ৬৭ গ্রাম ওজনের লকেট-সহ একটি সোনার চেন। অভিযোগ, শুল্ক বিভাগের আধিকারিকরা একটি বিবৃতিতে স্বাক্ষর করার জন্য পূজার উপর চাপাচাপি শুরু করেছিলেন। আর তাতেই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। (Representative Image)
বাজেয়াপ্ত হওয়া গয়নার মধ্যে ছিল ৪টি রত্ন-খচিত চুড়ি। যেগুলির ওজন ছিল ৭৮ গ্রাম। সেই সঙ্গে ছিল একটি সোনার বালা, যার ওজন ৪৫ গ্রাম। এছাড়াও ছিল ৬৭ গ্রাম ওজনের লকেট-সহ একটি সোনার চেন। অভিযোগ, শুল্ক বিভাগের আধিকারিকরা একটি বিবৃতিতে স্বাক্ষর করার জন্য পূজার উপর চাপাচাপি শুরু করেছিলেন। আর তাতেই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। (Representative Image)
advertisement
3/5
হেনস্থার অভিযোগ তুলে এর বিহিত চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পূজা। আর এই মামলার রায় পূজার পক্ষেই দিয়েছে আদালত। শুল্ক বিভাগকে ২৫ হাজার টাকার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে যে আধিকারিকরা পূজাকে বয়ানে স্বাক্ষর করানোর জন্য জোর করেছিলেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফে। পূজার এই ঘটনার পর থেকে যাঁরা হামেশাই বিদেশে সফর করেন, তাঁদের মধ্যে নিজস্ব গহনা নিয়ে ভ্রমণ করার ক্ষেত্রে নিয়ম সংক্রান্ত বিষয়ে একটা উদ্বেগ তৈরি হয়েছে। (Representative Image)
হেনস্থার অভিযোগ তুলে এর বিহিত চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পূজা। আর এই মামলার রায় পূজার পক্ষেই দিয়েছে আদালত। শুল্ক বিভাগকে ২৫ হাজার টাকার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে যে আধিকারিকরা পূজাকে বয়ানে স্বাক্ষর করানোর জন্য জোর করেছিলেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফে। পূজার এই ঘটনার পর থেকে যাঁরা হামেশাই বিদেশে সফর করেন, তাঁদের মধ্যে নিজস্ব গহনা নিয়ে ভ্রমণ করার ক্ষেত্রে নিয়ম সংক্রান্ত বিষয়ে একটা উদ্বেগ তৈরি হয়েছে। (Representative Image)
advertisement
4/5
এই সংক্রান্ত বিষয়ে একজন শুল্ক আধিকারিক ব্যাখ্যা করেছেন যে, বিদেশে নিজস্ব গয়না পরে যাওয়ার অনুমতি রয়েছে। নিয়মকানুন এই বিষয়ে স্পষ্ট যে, বিদেশে যাতায়াতের ক্ষেত্রে ভ্রমণকারীদের রওনা হওয়ার সময়ে নিজস্ব গয়না সংক্রান্ত বিষয়ে ডিপারচার উইংয়ে সমস্ত তথ্য দিতে হবে। আর ভ্রমণকারীদের দেওয়া তথ্য এরপর যাচাই করা হয়। সেই অনুমতি দেন আধিকারিকরাও। এরপর ভ্রমণকারীদের ফর্মের একটি কপিও দেওয়া হয়। (Representative Image)
এই সংক্রান্ত বিষয়ে একজন শুল্ক আধিকারিক ব্যাখ্যা করেছেন যে, বিদেশে নিজস্ব গয়না পরে যাওয়ার অনুমতি রয়েছে। নিয়মকানুন এই বিষয়ে স্পষ্ট যে, বিদেশে যাতায়াতের ক্ষেত্রে ভ্রমণকারীদের রওনা হওয়ার সময়ে নিজস্ব গয়না সংক্রান্ত বিষয়ে ডিপারচার উইংয়ে সমস্ত তথ্য দিতে হবে। আর ভ্রমণকারীদের দেওয়া তথ্য এরপর যাচাই করা হয়। সেই অনুমতি দেন আধিকারিকরাও। এরপর ভ্রমণকারীদের ফর্মের একটি কপিও দেওয়া হয়। (Representative Image)
advertisement
5/5
এদিকে দেশে ফেরার সময় সেই ডিক্লারেশন ফর্মটিই প্রামাণ্য নথি হিসেবে কাজ করে। রওনা হওয়ার সময় যেসব গয়না ভ্রমণকারী পরে গিয়েছিলেন, ফেরার সময় সেই একই গয়না তিনি পরে রয়েছেন কি না, সেটাই খতিয়ে দেখা হয়। আসলে এই প্রক্রিয়ার মাধ্যমে চোরাচালানের জন্য ব্যবহৃত নিজস্ব গয়নার অপব্যবহার প্রতিরোধ করা হয়। সেই কারণে নিজস্ব বা ব্যক্তিগত গহনার বিষয়ে কোনও রকম জটিলতা যাতে না হয়, তার জন্য শুল্ক বিভাগের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সকল যাত্রীকেই যেতে হয়। (Representative Image)
এদিকে দেশে ফেরার সময় সেই ডিক্লারেশন ফর্মটিই প্রামাণ্য নথি হিসেবে কাজ করে। রওনা হওয়ার সময় যেসব গয়না ভ্রমণকারী পরে গিয়েছিলেন, ফেরার সময় সেই একই গয়না তিনি পরে রয়েছেন কি না, সেটাই খতিয়ে দেখা হয়। আসলে এই প্রক্রিয়ার মাধ্যমে চোরাচালানের জন্য ব্যবহৃত নিজস্ব গয়নার অপব্যবহার প্রতিরোধ করা হয়। সেই কারণে নিজস্ব বা ব্যক্তিগত গহনার বিষয়ে কোনও রকম জটিলতা যাতে না হয়, তার জন্য শুল্ক বিভাগের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সকল যাত্রীকেই যেতে হয়। (Representative Image)
advertisement
advertisement
advertisement