IAS অফিসারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মহিলার, শিশুর পিতৃত্ব প্রমাণ করতে DNA পরীক্ষার আর্জি
Last Updated:
ওই মহিলার অভিযোগ প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও তাঁকে বিয়ে করেন দাহিয়া । তাঁর ৮ মাসের কন্যাসন্তানের বাবা দাহিয়া ও এই ঘটনার সততা প্রমাণ করার জন্য DNA পরীক্ষার আবেদনও জানিয়েছেন এই মহিলা
advertisement
দিল্লিতে বসবাসকারী ওই মহিলা গান্ধিনগরের ডিজিপি শিবানন্দ ঝা ও গুজরাত মহিলা কমিশনের সভাপতি লীলাবেন আঙ্কোলিয়ার সঙ্গে দেখা করে এই অভিযোগ জানিয়েছিলেন । ওই মহিলার অভিযোগ প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও তাঁকে বিয়ে করেন দাহিয়া । গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির সঙ্গেও দেখা করার আর্জি জানিয়েছেন অভিযোগকারিণী ।
advertisement
advertisement
advertisement