বিজেপির কাঁধে ভর করে সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে নীতীশ কুমার ৷ সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ বিহারের রাজভবনে শপথবাক্য পাঠ করলেন জেডিইউ নীতীশ কুমার ৷ নির্বাচনের পূর্বে করা ঘোষণার অনুযায়ীই কথা রাখল বিজেপি ৷ আসন সংখ্যায় পিছিয়ে থাকলেও মুখ্যমন্ত্রী পদ বিজেপি ছেড়ে দিল জেডিইউ সুপ্রিমোকেই ৷
বিহারের জাতপাতের সমীকরণ মাথায় রেখেই তৈরি করা হয়েছে মন্ত্রিসভা ৷ জল্পনা মতোই নীতীশের ক্যাবিনেটে দুই বিজেপি উপমুখ্যমন্ত্রী ৷ কাটিহারের বিধায়ক তারকিশোর প্রসাদ ও রেণু দেবী হলেন নীতীশের ডেপুটি ৷ রাজনৈতিক মহলের মতে বিজেপির তরফ থেকে ক্রমশ চাপ বজায় রাখা হচ্ছে নীতীশের ওপরে৷ তাই এবার দু'জন উপমুখ্যমন্ত্রী।
রাজনৈতিক মহলের মতে, আসন সংখ্যার হিসেবে বিজেপি অনেক এগিয়ে থাকলেও বাংলার গুরুত্বপূর্ণ ভোটের আগে আর একটা ‘মহারাষ্ট্র’ হতে দিতে চান না নরেন্দ্র মোদী-অমিত শাহেরা। সে কারণেই জোটের ছোট শরিকে পরিণত হওয়া নীতীশ কুমারকেই আরও এক বার বিহারের গদিতে বসার সুযোগ করে দিল বিজেপি। যার জেরে আজকে টানা চতুর্থ বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জেডিইউ-প্রধান।
এদিন নীতীশ ছাড়াও শপথ নেন ১৪ জন মন্ত্রী ৷ ক্যাবিনেটে রয়েছেন বিজেপির ৭, জেডিইউ-এর ৬ মন্ত্রী এবং HAM ও VIP থেকে ২ মন্ত্রী ৷ এদিন বিজেপি থেকে নীতীশের মন্ত্রিসভায় রয়েছেন রামপ্রীত পাসোয়ান, জীবেশ মিশ্র, মঙ্গল পান্ডে, অমরেন্দ্র প্রতাপ সিং ও রাম সুরত রাই ৷ অন্যদিকে, জেডিইউ থেকে জায়গা পেয়েছেন বিজয় কুমার চৌধুরি, বীজেন্দ্র প্রসাদ যাদব , শীলা মন্ডল, অশোক চৌধুরি ও মেওয়ালাল চৌধুরি ৷