স্ত্রীর নিষেধও শোনেনি ধৃত আইসিস জঙ্গি, বাড়িতেই মজুত করেছিল বিস্ফোরক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ধৃত জঙ্গির বাবা কাফিল আহমেদেরও দাবি, তাঁর ছেলে বরাবর সবার সঙ্গে ভাল ব্যবহার করত৷ খুবই ভাল মানুষ ছিল সে৷
advertisement
advertisement
দিল্লি পুলিশের দাবি, ধৃত আবু ইউসুফ দিল্লির ব্যস্ত এলাকাগুলিতে বিস্ফোরণের ছক কষছিল৷ আফগানিস্তানে থাকা তার হ্যান্ডলারদের নির্দেশেই ইউসুফ এই কাজ করার পরিকল্পনা করেছিল বলে পুলিশের দাবি৷ এর পরেও অবশ্য ইউসুফের স্ত্রীর আবেদন, তাঁদের চার সন্তানের কথা ভেবে তাঁর স্বামীকে ক্ষমা করে দেওয়া হোক৷ ইউসুফের স্ত্রী বলেন, 'আমি আমার চার সন্তানকে নিয়ে কোথায় যাব?'প্রতীকী চিত্র।
advertisement
ধৃত জঙ্গির বাবা কাফিল আহমেদেরও দাবি, তাঁর ছেলে বরাবর সবার সঙ্গে ভাল ব্যবহার করত৷ খুবই ভাল মানুষ ছিল সে৷ কী ভাবে যে তাঁর ছেলে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়ল, তা তিনি বুঝতে পারছেন না৷ দিল্লি পুলিশের একটি বিশেষ দল শনিবার ধৃত জঙ্গিকে নিয়ে বলরামপুর জেলায় ভকসাইতে তার গ্রামের বাড়িতে যায়৷ তার পরেই বিষয়টি জানতে পারেন তিনি৷ Photo- ANI
advertisement