স্ত্রীর নিষেধও শোনেনি ধৃত আইসিস জঙ্গি, বাড়িতেই মজুত করেছিল বিস্ফোরক

Last Updated:
ধৃত জঙ্গির বাবা কাফিল আহমেদেরও দাবি, তাঁর ছেলে বরাবর সবার সঙ্গে ভাল ব্যবহার করত৷ খুবই ভাল মানুষ ছিল সে৷
1/5
বার বার নিষেধ করেছিলেন স্ত্রী৷ জঙ্গি সংগঠনের হয়ে কাজ না করার ফল যে ভাল হবে না, সে বিষয়ে সতর্ক করেছিলেন স্বামীকে৷ কিন্তু কোনও কথাতেই কান দেয়নি শুক্রবার দিল্লি থেকে ধৃত সন্দেহভাজন আইসিস জঙ্গি মহম্মদ মুস্তাকিম খান ওরফে আবু ইউসুফ৷ Photo- ANI
বার বার নিষেধ করেছিলেন স্ত্রী৷ জঙ্গি সংগঠনের হয়ে কাজ না করার ফল যে ভাল হবে না, সে বিষয়ে সতর্ক করেছিলেন স্বামীকে৷ কিন্তু কোনও কথাতেই কান দেয়নি শুক্রবার দিল্লি থেকে ধৃত সন্দেহভাজন আইসিস জঙ্গি মহম্মদ মুস্তাকিম খান ওরফে আবু ইউসুফ৷ Photo- ANI
advertisement
2/5
 ধৃতের স্ত্রীই সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছে, উত্তর প্রদেশের বলরামপুরের বাড়িতে বারুদ সহ বিস্ফোরক মজুত করে রেখেছিল আবু ইউসুফ৷ তা দেখেই তার স্ত্রী বুঝতে পেরেছিল যে স্বামী বিপথে যেতে শুরু করেছে৷ ফলে স্বামীকে সতর্কও করেন তিনি৷ Photo- ANI
ধৃতের স্ত্রীই সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছে, উত্তর প্রদেশের বলরামপুরের বাড়িতে বারুদ সহ বিস্ফোরক মজুত করে রেখেছিল আবু ইউসুফ৷ তা দেখেই তার স্ত্রী বুঝতে পেরেছিল যে স্বামী বিপথে যেতে শুরু করেছে৷ ফলে স্বামীকে সতর্কও করেন তিনি৷ Photo- ANI
advertisement
3/5
 দিল্লি পুলিশের দাবি, ধৃত আবু ইউসুফ দিল্লির ব্যস্ত এলাকাগুলিতে বিস্ফোরণের ছক কষছিল৷ আফগানিস্তানে থাকা তার হ্যান্ডলারদের নির্দেশেই ইউসুফ এই কাজ করার পরিকল্পনা করেছিল বলে পুলিশের দাবি৷ এর পরেও অবশ্য ইউসুফের স্ত্রীর আবেদন, তাঁদের চার সন্তানের কথা ভেবে তাঁর স্বামীকে ক্ষমা করে দেওয়া হোক৷ ইউসুফের স্ত্রী বলেন, 'আমি আমার চার সন্তানকে নিয়ে কোথায় যাব?'প্রতীকী চিত্র।
দিল্লি পুলিশের দাবি, ধৃত আবু ইউসুফ দিল্লির ব্যস্ত এলাকাগুলিতে বিস্ফোরণের ছক কষছিল৷ আফগানিস্তানে থাকা তার হ্যান্ডলারদের নির্দেশেই ইউসুফ এই কাজ করার পরিকল্পনা করেছিল বলে পুলিশের দাবি৷ এর পরেও অবশ্য ইউসুফের স্ত্রীর আবেদন, তাঁদের চার সন্তানের কথা ভেবে তাঁর স্বামীকে ক্ষমা করে দেওয়া হোক৷ ইউসুফের স্ত্রী বলেন, 'আমি আমার চার সন্তানকে নিয়ে কোথায় যাব?'প্রতীকী চিত্র।
advertisement
4/5
 ধৃত জঙ্গির বাবা কাফিল আহমেদেরও দাবি, তাঁর ছেলে বরাবর সবার সঙ্গে ভাল ব্যবহার করত৷ খুবই ভাল মানুষ ছিল সে৷ কী ভাবে যে তাঁর ছেলে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়ল, তা তিনি বুঝতে পারছেন না৷ দিল্লি পুলিশের একটি বিশেষ দল শনিবার ধৃত জঙ্গিকে নিয়ে বলরামপুর জেলায় ভকসাইতে তার গ্রামের বাড়িতে যায়৷ তার পরেই বিষয়টি জানতে পারেন তিনি৷ Photo- ANI
ধৃত জঙ্গির বাবা কাফিল আহমেদেরও দাবি, তাঁর ছেলে বরাবর সবার সঙ্গে ভাল ব্যবহার করত৷ খুবই ভাল মানুষ ছিল সে৷ কী ভাবে যে তাঁর ছেলে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়ল, তা তিনি বুঝতে পারছেন না৷ দিল্লি পুলিশের একটি বিশেষ দল শনিবার ধৃত জঙ্গিকে নিয়ে বলরামপুর জেলায় ভকসাইতে তার গ্রামের বাড়িতে যায়৷ তার পরেই বিষয়টি জানতে পারেন তিনি৷ Photo- ANI
advertisement
5/5
শুক্রবার গভীর রাতে দিল্লিতে রিজ রোড এলাকায় গুলি বিনিময়ের পর পুলিশের হাতে গ্রেফতার করা হয় আবু ইউসুফকে৷ দিল্লির কোনও ব্যস্ত এলাকায় প্রেসার কুকার ইম্প্রোভাইসড ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তার৷ ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়া আইইডি পরে নিষ্ক্রিয় করা হয়৷
শুক্রবার গভীর রাতে দিল্লিতে রিজ রোড এলাকায় গুলি বিনিময়ের পর পুলিশের হাতে গ্রেফতার করা হয় আবু ইউসুফকে৷ দিল্লির কোনও ব্যস্ত এলাকায় প্রেসার কুকার ইম্প্রোভাইসড ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তার৷ ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়া আইইডি পরে নিষ্ক্রিয় করা হয়৷
advertisement
advertisement
advertisement