রাত হলেই বিছানায় ধীরে ধীরে সাপে পরিণত হন স্ত্রী! তারপরেই স্বামীকে পর পর ছোবল! ব্যক্তির দাবিতে চমকে উঠছেন সবাই!

Last Updated:
রাত হলেই স্ত্রী ধীরে ধীরে পরিণত হন সাপে! তেমনই দাবি করেছেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি।
1/5
সাপের কাপড়ে মৃত্যু ছাত্রীর
সিনেমা, থেকে সিরিয়াল নানান জায়গায় দেখা গিয়েছে বিশেষ সময়ে, কিংবা প্রয়োজনে একজন মানুষ ধীরে ধীরে সাপ হয়ে যাচ্ছেন। তারপরেই প্রতিশোধের পালা। কিন্তু তাই বলে একেবারে বাস্তবে? রাত হলেই স্ত্রী ধীরে ধীরে পরিণত হন সাপে! তেমনই দাবি করেছেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। অভিযোগ শুনে হতবাক স্থানীয়রা।
advertisement
2/5
বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিম্নভূমি, বিশেষত পদ্মা নদীর তীরবর্তী জলাভূমিগুলিতে সাপের উপদ্রব বেড়েছে। প্রবল বৃষ্টি ও বনাঞ্চল নষ্ট হওয়ায় সাপ লোকালয়ে ঢুকে পড়ছে। তার জেরেই একের পর এক সাপের কামড়ের ঘটনা বাড়ছে। আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।
সংবাদ মাধ্যমে তাঁর বক্তব্য ছড়িয়ে পড়তেই হুলস্থুল। উত্তর প্রদেশের সীতাপুর জেলার ওই ব্যক্তি দাবি করেছেন, বিছানায় স্ত্রী কেবল সাপেই পরিণত হন না, তাঁকে ছোবলও মারেন।
advertisement
3/5
সাপ। এই একটি প্রাণীকে দেখলে বুক কাঁপে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর বর্ষা বাড়লে বাড়িতে বাড়ে ভয়ঙ্কর সাপের উপদ্রব। গ্রাম হোক বা শহর বাড়িতে সাপ ঢুকে পড়ার ঘটনা নেহাত কম নয়।
ঘটনাটি সামনে আসে সমাধান দিবসের দিন। সমাধান দিবস, যা স্থানীয় ভাষায় জন অভিযোগ দিবস বলেও পরিচিত। যেখানে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্থানীয়রা নিজেদের অভাব-অভিযোগের কথা জানান।
advertisement
4/5
এই ঝুঁকি কমাতে খাবারের পাত্র সিল করা, আবর্জনা নিরাপদে রাখা এবং ইঁদুরদের আকর্ষণ করে এমন পাখির খাবার সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়। পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণের অর্থ হল সাপের জন্য কম খাবার। আর তাই এই পরিবেশ আপনার বাড়িকে সাপের জন্য কম আকর্ষণীয় করে তোলে।
সেখানে যখন বাসিন্দারা সাধারণত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বিদ্যুৎ, রাস্তাঘাট এবং রেশন কার্ড সম্পর্কিত সমস্যা নিয়ে যান, তখন মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ এই অভিযোগ করেছেন বলে জানা গিয়েছে।
advertisement
5/5
জানা যাচ্ছে, এ বছর বাংলাদেশে প্রায় ১৫,০০০ মানুষকে সাপে কামড়েছে। তার মধ্যে অন্তত ৮৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আর একইসঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকার হাসপাতালে বাড়ছে সাপে কাটা রোগীর সংখ্যা।
মেরাজ নামের ওই ব্যক্তি একপ্রকার আতঙ্কের সঙ্গেই জানান, 'স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপে পরিণত হয় এবং আমাকে কামড়ানোর জন্য আমার পিছনে দৌড়ায়।'
advertisement
advertisement
advertisement