Hotel Room CCTV: হোটেলের ঘরে স্ত্রীয়ের সঙ্গে...CCTV ফুটেজ চেয়ে আদালতে গেল স্বামী! আদালত কী বলল জানেন...শুনে অবাক হয়ে গেলেন স্বামী
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এখানেই শেষ নয়, ওই সেনাকর্তা নাকি জানতেও পেরেছিলেন, তাঁর স্ত্রী তাঁর প্রেমিকের সঙ্গে হোটেলের ওই রুমে থেকেছেন৷ Generated image
advertisement
advertisement
advertisement
advertisement
[caption id="" align="alignnone" width="1200"] পাটিয়ালা হাউজ কোর্টের সিভিল জাজ বৈভব প্রতাপ সিং এক্ষেত্রে জোর দিয়েছেন, যে কোনও মানুষের ‘ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা’র অধিকারের কথা৷ আদালত জানিয়েছে, ‘‘নিজের গোপনীয়তা রক্ষার অধিকার এবং হোটেলে একা থাকার মতো বিষয় নিয়ে তথ্য না দেওয়ার বিষয়ে কোনও আইনি জোর খাটে না৷ এ বিষয়ে হোটেলগুলি তাঁদের গেস্টদের তথ্য না দেওয়া ও গোপনীয়তা রক্ষার করার জন্য দায়বদ্ধ৷’’ তাই CCTV ফুটেজ বা বুকিং ডিটেইলস হোটেল না-ই দিতে পারে৷ Generated image
[/caption]
advertisement
[caption id="" align="alignnone" width="1200"] আদালত গ্রাহাম গ্রিনের 'দ্য এন্ড অফ দ্য অ্যাফেয়ার' উপন্যাসটিও উদ্ধৃত করে বলেছে যে, ভারতীয় সংসদও ঔপনিবেশিক দণ্ডবিধি বাতিল করে 'ভারতীয় ন্যায় সংহিতা' প্রণয়ন করেছে এবং ব্যভিচারের অপরাধকে সেখানে বহাল রাখেনি, যা দেখায় যে ‘আধুনিক ভারতে লিঙ্গ-অসম্মান এবং পুরুষতান্ত্রিক ধারণার কোনও জায়গা নেই।’ Generated image
[/caption]