প্রজাতন্ত্র দিবসের দুপুরে লালকেল্লায় তাণ্ডবের দৃশ্য় নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। কেন্দ্রের তিনটি কৃষিবিল বিরোধী যে আন্দোলন তা যে এতটা হিংসাত্মক আকার ধারণ করতে পারে তা আন্দাজ করতে পারেনি অনেকেই। গোটা ঘটনার দায় নিতে চাইছে না কৃষক সংগঠনগুলি। বিশেষত লাল কেল্লায় পতাকা তোলার ঘটনায় নাম জড়াচ্ছে পাঞ্জাবি অভিনেতা গায়ক দীপ সিধুর। কে এই দীপ সিধু?