পুরসভা নিয়োগ দুর্নীতিতে 'অস্বস্তিকর' প্রশ্নে সিবিআই! জানেন, কী জানতে চাইল শীর্ষ আদালত?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
West Bengal Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের কাছে এবার বড় প্রশ্নের মুখে সুপ্রিম কোর্ট। এই মামলায় অয়ন শীলকে গ্রেফতার করা হয়েছিল। ইতিমধ্যে তিনি ইডির মামলায় জামিন পেয়ে গিয়েছেন। সোমবার সুপ্রিম কোর্টে তাঁর জামিনের শুনানিতে আইনজীবীকে বিচারপতিরা বলেন, ‘‘আপনার মক্কেলই তো আসল অপরাধী।’
advertisement
advertisement
advertisement
advertisement
অয়নের আইনজীবী জানান, এই মামলাটি শিক্ষক নিয়োগ দুর্নীতির নয়। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার। আমার মক্কেল ইডি মামলায় জামিন পেয়েছেন। ১৭টি পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। সিবিআই এখনও পর্যন্ত চারটি পুরসভায় তদন্ত করে থেমে গিয়েছে। দু'বছরের কাছাকাছি জেলে রয়েছেন আমার মক্কেল। জামিন দেওয়া হোক।
advertisement