Weather Update: হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রার পারদ, ‘এই’ এলাকায় জারি অরেঞ্জ অ্যালার্ট

Last Updated:
West Bengal Weather Update: পশ্চিমবঙ্গের (West Bengal Weather Update) সপ্তাহান্তে ফের বৃষ্টির (Rain) সম্ভবনা আছে পশ্চিমি ঘূর্ণাবর্তের (Western disturbaces) হাত ধরে৷ তার আগে অবধি কলকাতা (Kolkata Weather Update) সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মানুষ শীতের আমেজ উপভোগ করবেন চুটিয়ে৷
1/5
নতুন বছরের ওয়েদার আপডেট  (Weather Update)  অনুযায়ি শুরু থেকেই হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রার পারদ৷ কলকাতা (Kolkata Weather) সহ দক্ষিণবঙ্গে রোজই তাপমাত্রা নিম্নমুখী৷ করোনার তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির মধ্যে বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের (West Bengal Weather Update) সব জেলাতেই হু হু করে শীত (Cold)৷ দাপট দেখাতে শুরু করেছে শীতকাল (winter)৷
নতুন বছরের ওয়েদার আপডেট (Weather Update) অনুযায়ি শুরু থেকেই হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রার পারদ৷ কলকাতা (Kolkata Weather) সহ দক্ষিণবঙ্গে রোজই তাপমাত্রা নিম্নমুখী৷ করোনার তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির মধ্যে বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের (West Bengal Weather Update) সব জেলাতেই হু হু করে শীত (Cold)৷ দাপট দেখাতে শুরু করেছে শীতকাল (winter)৷
advertisement
2/5
পশ্চিমবঙ্গের (West Bengal Weather Update) সপ্তাহান্তে ফের বৃষ্টির (Rain) সম্ভবনা আছে পশ্চিমি ঘূর্ণাবর্তের (Western disturbaces) হাত ধরে৷ তার আগে অবধি কলকাতা (Kolkata Weather Update) সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মানুষ শীতের আমেজ উপভোগ করবেন চুটিয়ে৷
পশ্চিমবঙ্গের (West Bengal Weather Update) সপ্তাহান্তে ফের বৃষ্টির (Rain) সম্ভবনা আছে পশ্চিমি ঘূর্ণাবর্তের (Western disturbaces) হাত ধরে৷ তার আগে অবধি কলকাতা (Kolkata Weather Update) সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মানুষ শীতের আমেজ উপভোগ করবেন চুটিয়ে৷
advertisement
3/5
এদিকে পশ্চিমবঙ্গের ওয়েদার (West Bengal Weather Update) আপডেট ছাড়াও সারা ভারতেই দাপটের সঙ্গে চলছে শীতের ইনিংস৷ তবে আগামী দু একদিনে উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে হালকা বৃষ্টি এবং হিমালয় সংলগ্ন পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভবনা রয়েছে৷
এদিকে পশ্চিমবঙ্গের ওয়েদার (West Bengal Weather Update) আপডেট ছাড়াও সারা ভারতেই দাপটের সঙ্গে চলছে শীতের ইনিংস৷ তবে আগামী দু একদিনে উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে হালকা বৃষ্টি এবং হিমালয় সংলগ্ন পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভবনা রয়েছে৷
advertisement
4/5
এদিকে এর পাশাপাশি পরিস্থিতি খারাপ হচ্ছে ঘন কুয়াশার কারণে ৷ রেল থেকে বিমান চলাচলে খুব অসুবিধা হচ্ছে৷ আইএমডি জারি করেছে অরেঞ্জ অ্যালার্ট (orange alert)৷
এদিকে এর পাশাপাশি পরিস্থিতি খারাপ হচ্ছে ঘন কুয়াশার কারণে ৷ রেল থেকে বিমান চলাচলে খুব অসুবিধা হচ্ছে৷ আইএমডি জারি করেছে অরেঞ্জ অ্যালার্ট (orange alert)৷
advertisement
5/5
প্রয়াগ রাজ, বারাণসী ভদোহি, কুশীনগর, আগ্রা সহ বিস্তৃর্ণ এলাকায় প্রবল কুয়াশার দাপটে জনজীবন শশব্যস্ত হয়ে পড়েছে৷ ৫ জানুয়ারি  মৌসম বিভাগ অ্যালার্ট জারি করেছে৷ তবে ৫ জানুয়ারির পরে আবহাওয়ার বড় ভোলবদল হয়েছে৷ সমতল এলাকাতেও তাপমাত্রা এক অঙ্কের ঘরে নেমে গেছে৷ তারওপর জীবন আরও অতিষ্ঠ হবে ৫ জানুয়ারির পর কারণ বৃষ্টি (Rain) শুরু হবে৷
প্রয়াগ রাজ, বারাণসী ভদোহি, কুশীনগর, আগ্রা সহ বিস্তৃর্ণ এলাকায় প্রবল কুয়াশার দাপটে জনজীবন শশব্যস্ত হয়ে পড়েছে৷ ৫ জানুয়ারি মৌসম বিভাগ অ্যালার্ট জারি করেছে৷ তবে ৫ জানুয়ারির পরে আবহাওয়ার বড় ভোলবদল হয়েছে৷ সমতল এলাকাতেও তাপমাত্রা এক অঙ্কের ঘরে নেমে গেছে৷ তারওপর জীবন আরও অতিষ্ঠ হবে ৫ জানুয়ারির পর কারণ বৃষ্টি (Rain) শুরু হবে৷
advertisement
advertisement
advertisement