Weather Update: মৌসুমী বায়ু ফিরতে পারছে না, বৃষ্টি একাধিক রাজ্যে, জমিয়ে ঠাকুর দেখার পথে কি বাধা বৃষ্টি

Last Updated:
পুজোয় জমিয়ে ঠাকুর দেখা,মহাষষ্ঠীতেই কী বাজিমাত করবেন, না হলে তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রাখছে আবহাওয়া দফতর৷
1/7
#কলকাতা: সুপার সাইক্লোন নোরুর কারণে বঙ্গোপসাগরের খাঁড়িতে তৈরি হয়েছে সাইক্লোনের মতো হাওয়ার মুভমেন্ট৷ আর সেই কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফিরতে দেরি হচ্ছে৷ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, দিল্লি এবং হরিয়ানার একাধিক এলাকায় পাঁচ অক্টোবর থেকে বৃষ্টি হবে৷ মৌসম ভবনের আধিকারিকরা ওয়েদার আপডেটে এই খবর জানিয়েছেন৷
#কলকাতা: সুপার সাইক্লোন নোরুর কারণে বঙ্গোপসাগরের খাঁড়িতে তৈরি হয়েছে সাইক্লোনের মতো হাওয়ার মুভমেন্ট৷ আর সেই কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফিরতে দেরি হচ্ছে৷ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, দিল্লি এবং হরিয়ানার একাধিক এলাকায় পাঁচ অক্টোবর থেকে বৃষ্টি হবে৷ মৌসম ভবনের আধিকারিকরা ওয়েদার আপডেটে এই খবর জানিয়েছেন৷
advertisement
2/7
এদিকে বঙ্গোপসাগরের ওপরে তৈরি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে ওয়েদার আপডেট অনুযায়ী এর জেরে সপ্তমী থেকেই বিগড়োবে কলকাতা তথা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার মেজাজ৷ তার থেকে মহা ষষ্ঠীতেই থাকবে ঝকঝকে আবহাওয়া৷ ফলে দুর্গাপুজোয় ঠাকুর দেখার জন্য সেরা দিন হতে পারে শনিবারই৷
এদিকে বঙ্গোপসাগরের ওপরে তৈরি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে ওয়েদার আপডেট অনুযায়ী এর জেরে সপ্তমী থেকেই বিগড়োবে কলকাতা তথা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার মেজাজ৷ তার থেকে মহা ষষ্ঠীতেই থাকবে ঝকঝকে আবহাওয়া৷ ফলে দুর্গাপুজোয় ঠাকুর দেখার জন্য সেরা দিন হতে পারে শনিবারই৷
advertisement
3/7
অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে৷ আর আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৫ শতাংশ অবধি৷ যার জেরে ফিল লাইক তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অবধি অনুভূত হতে পারে৷ Photo Courtesy- Accuweather 
অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে৷ আর আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৫ শতাংশ অবধি৷ যার জেরে ফিল লাইক তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অবধি অনুভূত হতে পারে৷ Photo Courtesy- Accuweather 
advertisement
4/7
এদিকে আজ দিনে দু একবার ইতঃস্তত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এদিকে কলকাতার মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একইধরণের আবহাওয়া বজায় থাকবে৷ তবে রাত পোহালেই ভোলবদল হবে আবহাওয়ায়৷ Photo Courtesy- Accuweather 
এদিকে আজ দিনে দু একবার ইতঃস্তত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এদিকে কলকাতার মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একইধরণের আবহাওয়া বজায় থাকবে৷ তবে রাত পোহালেই ভোলবদল হবে আবহাওয়ায়৷ Photo Courtesy- Accuweather 
advertisement
5/7
উপকূলের জেলাগুলিতে হাওয়া দেবে, পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিরও পূর্বাভাস জারি রয়েছে এদিকে কলকাতাতেও রবিবার অর্থাৎ সপ্তমীর দিন থেকে বৃষ্টি বাড়বে৷
উপকূলের জেলাগুলিতে হাওয়া দেবে, পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিরও পূর্বাভাস জারি রয়েছে এদিকে কলকাতাতেও রবিবার অর্থাৎ সপ্তমীর দিন থেকে বৃষ্টি বাড়বে৷
advertisement
6/7
আইএমডি মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ‘‘বঙ্গোপসাগরের খাঁড়ির উত্তর পূর্ব দিকে সাইক্লোনিক পরিসঞ্চনের কারণে মধ্যপ্রদশে ও উত্তরপ্রদেশের দিকে এগোনর কারণে গাঙ্গেয় এলাকায় ভাল বৃষ্টি হবে৷ ’’
আইএমডি মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ‘‘বঙ্গোপসাগরের খাঁড়ির উত্তর পূর্ব দিকে সাইক্লোনিক পরিসঞ্চনের কারণে মধ্যপ্রদশে ও উত্তরপ্রদেশের দিকে এগোনর কারণে গাঙ্গেয় এলাকায় ভাল বৃষ্টি হবে৷ ’’
advertisement
7/7
তিনি বলেন মৌসুমী বায়ু ফিরে যাওয়ার প্রক্রিয়া শুর হয়েছে ২০ সেপ্টেম্বরে শুরু হয়৷ কিন্তু উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ বর্তমান মৌসুমী বায়ুর প্রণালী তৈরি হওয়ায় তা ১৩ অক্টোবর অবধি আটকে গেছে৷
তিনি বলেন মৌসুমী বায়ু ফিরে যাওয়ার প্রক্রিয়া শুর হয়েছে ২০ সেপ্টেম্বরে শুরু হয়৷ কিন্তু উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ বর্তমান মৌসুমী বায়ুর প্রণালী তৈরি হওয়ায় তা ১৩ অক্টোবর অবধি আটকে গেছে৷
advertisement
advertisement
advertisement