Zero Degree Temperature Alert: সিমলা-মুসৌরি নয়, 'এই' রাজ্যে হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা! বরফ জমা ঠান্ডা নিয়ে চিন্তায় আবহাবিদরা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া অস্বাভাবিক।স্থানীয় লোকজন এমন কঠোর শীতের আবহাওয়ায় বসবাস করতে অভ্যস্ত নয়, তাপমাত্রা কমার কারণে তাঁরা নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
advertisement
advertisement
ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া অস্বাভাবিক।স্থানীয় লোকজন এমন কঠোর শীতের আবহাওয়ায় বসবাস করতে অভ্যস্ত নয়, তাপমাত্রা কমার কারণে তাঁরা নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। অনেক জায়গায় মানুষকে আগুনের কাছে বসে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করতে দেখা গেছে। উধাগামন্ডলমের কাঁথাল এবং থালাইকুঁথায় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল৷
advertisement
advertisement
স্থানীয় চা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি আর সুকুমারন বলেন, ডিসেম্বরে ভারী বর্ষণের পর প্রচণ্ড ঠাণ্ডা চা বাগানে প্রভাব ফেলেছে। এর ফলে আগামী মাসে উৎপাদনে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সবজি চাষিরা বলছেন, আবহাওয়া বিশেষ করে বাঁধাকপির ওপর প্রভাব ফেলেছে। এন রবিচন্দ্রন নামে একজন সরকারি কর্মচারী বলেন, ঠান্ডার কারণে কাজের জন্য তাড়াতাড়ি বাড়ি থেকে বের হওয়া কঠিন। ঠান্ডার কারণে শ্বাসকষ্ট, প্রচণ্ড মাথাব্যথা এবং জ্বরের মতো স্বাস্থ্য সমস্যা হয়।