F-35 Fighter Jet: ভারতের গা ঘেঁষেই কেন যুদ্ধ মহড়া আমেরিকা-ব্রিটেনের F-35 জেটের? কী বার্তা দিচ্ছে এই কৌশল?
- Published by:Tias Banerjee
Last Updated:
F-35 Fighter Jet: ভারতের আশেপাশেই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক মহড়ায় নেমেছে মার্কিন ও ব্রিটিশ F-35 ফাইটার জেট। এটা শুধুমাত্র একটি যৌথ মহড়া নয়, বরং এই ঘটনার পেছনে কোন স্পষ্ট বার্তা?
advertisement
advertisement
সম্প্রতি মার্কিন মেরিন কোর-এর F-35B স্টেলথ ফাইটার বিমান ব্রিটেনের বিমানবাহী যুদ্ধজাহাজ HMS Prince of Wales থেকে টেক অফ করেছে ‘হট-পিট রিফুয়েলিং’-এর পর। বিশেষ বিষয় হল, এই মহড়ার ঠিক আগেই ব্রিটিশ নৌবাহিনীর একটি F-35B জেট ভারতেই সংস্কারের জন্য আটকে পড়ে। ভারতীয় নৌসেনা সেই সময় ব্রিটিশ বাহিনীকে লজিস্টিক সহায়তা দেয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে, HMS Prince of Wales এবং মার্কিন F-35B জেটের উপস্থিতি ভারতের কাছে নিছক কাকতালীয় নয়, বরং এটি একটি সুপরিকল্পিত কৌশল। এর ফলে ভারতীয় নৌসেনা ভবিষ্যতের যুদ্ধ কৌশল সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করবে, এবং গোটা এশিয়ায় ভারত এক অন্যতম নৌশক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে—এই পথে এক বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে এই উদ্যোগকে।