Waqf Property: ভারতে কোন শহর রয়েছে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি? কোন রাজ্যই বা একেবারে প্রথমে? তথ্যে বড় চমক

Last Updated:
কিন্তু জানেন ভারতবর্ষে সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে কোন শহরে?
1/9
 দীর্ঘ বিতর্ক আলোচনা শেষে সম্প্রতি লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে সংশোধিত ওয়াকফ বিল। আর এই ওয়াকফ বোর্ড ঘিরেই তৈরি হয়েছে প্রবল হইচই।
দীর্ঘ বিতর্ক আলোচনা শেষে সম্প্রতি লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে সংশোধিত ওয়াকফ বিল। আর এই ওয়াকফ বোর্ড ঘিরেই তৈরি হয়েছে প্রবল হইচই।
advertisement
2/9
 কিন্তু জানেন ভারতবর্ষে সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে কোন শহরে?
কিন্তু জানেন ভারতবর্ষে সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে কোন শহরে?
advertisement
3/9
 যদি রাজ্য এবং শহরের বিচার করা যায়, তাহলে হায়দরাবাদ সবার প্রথমে উঠে আসে। এই শহরকেই 'ওয়াকফ ক্যাপিটাল' বলা হয়। এই শহরে রয়েছে মোট ৭৭ হাজার ওয়াকফ সম্পত্তি। গোটা দেশের ওয়াকফ সম্পত্তির মোট ৩০% রয়েছে এই শহরে।
যদি রাজ্য এবং শহরের বিচার করা যায়, তাহলে হায়দরাবাদ সবার প্রথমে উঠে আসে। এই শহরকেই 'ওয়াকফ ক্যাপিটাল' বলা হয়। এই শহরে রয়েছে মোট ৭৭ হাজার ওয়াকফ সম্পত্তি। গোটা দেশের ওয়াকফ সম্পত্তির মোট ৩০% রয়েছে এই শহরে।
advertisement
4/9
 নিজামের এই শহরেই রয়েছে ৪০০ বছরের পুরনো মক্কা মসজিদ, এছাড়াও শহরের চারমিনার-সহ একাধিক বিভিন্ন সুন্দর সুন্দর স্থান রয়েছে।
নিজামের এই শহরেই রয়েছে ৪০০ বছরের পুরনো মক্কা মসজিদ, এছাড়াও শহরের চারমিনার-সহ একাধিক বিভিন্ন সুন্দর সুন্দর স্থান রয়েছে।
advertisement
5/9
 তেলেঙ্গানার ওয়াকফ বোর্ডকে দেশের সবথেক ধনী ওয়াকফ বোর্ড হিসাবে ধরা হয়। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ মিলিয়ে সেখানে ওয়াকফ বোর্ডের সম্পত্তি রয়েছে ১.২ লক্ষের বেশি সম্পত্তি।
তেলেঙ্গানার ওয়াকফ বোর্ডকে দেশের সবথেক ধনী ওয়াকফ বোর্ড হিসাবে ধরা হয়। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ মিলিয়ে সেখানে ওয়াকফ বোর্ডের সম্পত্তি রয়েছে ১.২ লক্ষের বেশি সম্পত্তি।
advertisement
6/9
 কোন রাজ্যে সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে<br />তালিকায় প্রথম নাম উঠে আসে উত্তরপ্রদেশের। মোট ১.৫ লক্ষ সম্পত্তি রয়েছে এই রাজ্যে। দেশের মোট ওয়াকফ সম্পত্তির মধ্যে ২০% সম্পত্তি রয়েছে এই রাজ্যে। এই রাজ্যের কিছু বিখ্যাত ওয়াকফ সম্পত্তি হল লখনউয়ের বড় ইমামবাড়া এবং মসজিদ, এছাড়াও, কানপুর, মেরঠ, এবং মোরাদাবাদের কিছু স্থানেও ওয়াকফ বোর্ডর সম্পত্তি রয়েছে।
কোন রাজ্যে সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছেতালিকায় প্রথম নাম উঠে আসে উত্তরপ্রদেশের। মোট ১.৫ লক্ষ সম্পত্তি রয়েছে এই রাজ্যে। দেশের মোট ওয়াকফ সম্পত্তির মধ্যে ২০% সম্পত্তি রয়েছে এই রাজ্যে। এই রাজ্যের কিছু বিখ্যাত ওয়াকফ সম্পত্তি হল লখনউয়ের বড় ইমামবাড়া এবং মসজিদ, এছাড়াও, কানপুর, মেরঠ, এবং মোরাদাবাদের কিছু স্থানেও ওয়াকফ বোর্ডর সম্পত্তি রয়েছে।
advertisement
7/9
ভারতে ওয়াকফে শীর্ষ দানকারীদের মধ্যে রয়েছেন নিজামরা: ওয়াকফে নিজেদের পাবলিক ডোনেশনের জন্য উল্লেখযোগ্য হলেন হায়দরাবাদের নিজামরা। নিজাম শব্দটি এসেছে নিজাম-উল-মুলক থেকে। যার অর্থ হল রাষ্ট্রের শাসক। হায়দরাবাদে ছিলেন ১০ জন নিজাম। এঁদের মধ্যে প্রথম নিজাম হলেন মীর কামারুদ্দিন খান (১৭২৪ – ১৭৪৮) এবং শেষ নিজাম ছিলেন মীর ওসমান আলি খান। নিজাম-উল-মুলক আসফ জাহ সপ্তম উল্লেখযোগ্য ভাবে দাক্ষিণাত্যের হাজার হাজার একর জমি দান করেছেন।
এবার জেনে নেওয়া যাক সংশোধিত ওয়াকফ বিল কী? বর্তমান ওয়াকফ আইনের ৪০ নম্বর ধারা অনুযায়ী, যে কোনও সম্পত্তিকে ওয়াকফ জিসাবে ঘোষণার অধিকার এত দিন ছিল ওয়াকফ বোর্ডের হাতেই। ইতিহাসে এমন অনেক ঘটনা উঠে আসে যেখানে বহু গরিব মুসলিমের সম্পত্তি, অন্য ধর্মালম্বীদের সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ উঠেছে এই বোর্ডের বিরুদ্ধে।
advertisement
8/9
নতুন আইন হলে কী কী পরিবর্তন আসবে? প্রথমত, ওয়াকফ থেকে ট্রাস্টকে পৃথক করা- মুসলিমদের তৈরি কোনও ট্রাস্ট কোনও আইনে ওয়াকফ বলে বিবেচ্য হবে না। ট্রাস্টের উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম হবে।
নতুন সংশোধনী বিলে এই একচ্ছত্র অধিকার কেড়ে নিয়ে কোনও সম্পত্তি ওয়াকফ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে জেলাশাসক বা সেই সহপদমর্যাদার কোনও আধিকারিকের কাছে।
advertisement
9/9
সংসদে পেশ হল সংশোধনী ওয়াকফ বিল
বর্তমানে যে আইন রয়েছে তাতে ওয়াকফ দখল করা জমি বা সম্পত্তি কোনও ভাবেই পর্যালোচনা করার সুযোগ থাকে না। কেউ আপত্তি করলেও তা দখল করতে পারে ওয়াকফ বোর্ড। এতে হস্তক্ষেপ করতে পারে না সরকারও। নতুন আইনে এখানেই বদল আনা হতে চলেছে।
advertisement
advertisement
advertisement