ভিআইপি-দের মতো যত্ন পায় এই গাছ! ২৪ ঘণ্টা সুরক্ষায় থাকে পুলিশ, খরচ লাখ লাখ টাকা
- Published by:Suman Majumder
Last Updated:
Tree Gets VVIP Treatment : একটা গাছের জন্য ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন! জেনে নিন ভারতের কোথায় রয়েছে সেই গাছ।
advertisement
advertisement
গাছটিকে বাঁচাতে সেটির চারপাশে ১৫ ফিটের বেড়া বসানো হয়েছে। ২৪ ঘণ্টা নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে। সাঁচি পৌরসভা, পুলিশ, রাজস্ব ও উদ্যানপালন দফতর সব সময় নজর রাখে। গাছের পাতা ঝরে পড়লে সঙ্গে সঙ্গে পৌঁছে যান কর্মকর্তারা। প্রতি ১৫ দিন পর পর এর মেডিক্যাল টেস্ট করা হয় এবং সেই অনুযায়ী সার ও জল দেওয়া হয়।
advertisement
সাঁচি রাইসিনে মানুষের ঘোরার জায়গা। অনেক আগে এখানে একটি বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের পাহাড়েই এই গাছ লাগানো হয়েছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যখন এই গাছটি রোপণ করেছিলেন, তখন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। এমন পরিস্থিতিতে মধ্যপ্রদেশ সরকার প্রতি বছর ১২ থেকে ১৫ লক্ষ টাকা খরচ করে শুধু এই গাছের সুরক্ষার জন্য।
advertisement