দুজনের মধ্যে খানিক তর্কাতর্কি হয়, ছেলেটি বলতে থাকে, এখন ছেড়ে দাও, পরে বিয়ে করব। কিন্তু কনে তাতে রাজি নয়। শেষমেশ হার মানতে হয় বর বাবাজিকেই। স্থানীয় বাজারের পাশে থানার কাছের একটি মন্দিরে সাতপাক সঙ্গে হয় তাদের। আজব এই ঘটনার ছবি ভিডিও ,ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। যা ঝড়ের গতিতে হয়ে যায় ভাইরাল।