চাঁদের মাটিতে বড়সড় ধাক্কা, কতটা ক্ষতিগ্রস্ত বিক্রম, জানাল ISRO
Last Updated:
চাঁদের নামার আগের মুহূর্তে বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় ইসরোর। এই পরিস্থিতিতে ভরসা ছিল অরবিটার। সেই অরবিটারের তোলা ছবিই জানাল, চাঁদের বুকেই রয়েছে বিক্রম।
advertisement
ইসরোর চেয়ারম্যান কে শিবন PTI কে জানিয়েছেন,‘হ্যাঁ চাঁদের মাটিতে ল্যান্ডারের খোঁজ মিলেছে ৷ অনুমান করা হচ্ছে চাঁদের মাটিতে হার্ড ল্যান্ডিং হয়েছে বিক্রমের ৷’ তবে এর জেরে বিক্রমের কতটা ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি ৷ তবে হার্ড ল্যান্ডিং হলে বিক্রমে যে ক্ষতি হওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করা যাচ্ছে না ৷ অনেকেই মনে করছেন যে ল্যান্ডার নির্ধারিত গতিতে ল্যান্ড করেনি এবং চারটি পায়ের উপরেও ল্যান্ডিং করেনি বলে মনে করা হচ্ছে ৷ বড়সড় ধাক্কা খেয়েছে বলে অনুমান করা হচ্ছে এবং এর জেরে ক্ষতিও হয়েছে ৷
advertisement
advertisement
advertisement