রাধাকৃষ্ণণ হচ্ছেন NDA প্রার্থী, কে হতে চলেছে 'ইন্ডিয়া' জোটের উপরাষ্ট্রপতি 'মুখ'? এবার 'বড়' চমক দিতে চলেছে কংগ্রেস!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vice President Election: রাধাকৃষ্ণণের নাম ঘোষণার পর, সকলের নজর এখন বিরোধী দল কী কৌশল গ্রহণ করে এবং কাকে প্রার্থী করে তা দেখার দিকে। শুরু হয়ে গিয়েছে জল্পনা।
উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দেশ জুড়ে রাজনীতি উত্তপ্ত। মহারাষ্ট্রের রাজ্যপালের পদত্যাগ দাবি করেছে এনডিএ। সিপি রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। মূলত তামিলনাড়ুর বাসিন্দা রাধাকৃষ্ণণ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত। দু-দুবার লোকসভার সাংসদও হয়েছেন তিনি।
advertisement
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী, খাড়গের সঙ্গে প্রাথমিক বৈঠকে 'ইন্ডিয়া' জোটের কিছু শরিকরা জানিয়েছিল, বিহার নির্বাচন সামনে আসছে, এই পরিস্থিতিতে উপরাষ্ট্রপতি নির্বাচনে তার প্রার্থী দেওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে, যদি শাসক দল নির্বাচনে ক্রস ভোটিং করে তাদের সংখ্যা বৃদ্ধি করে, তাহলে বিহারের ভোটারদের উপর এর মানসিক প্রভাব পড়তে পারে বলেও মত একাংশের।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই সময়ের মধ্যে, যদি সকল দলের মধ্যে ঐকমত্য তৈরি হয়, তাহলে বিরোধী প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে আজই। অর্থাৎ, এনডিএ-র নাম স্পষ্ট হলেও উপরাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনে বিরোধীদের কার্ড এখনও খোলা নয়। সামনে এখন বিরাট প্রশ্ন, খাড়গে এবং রাহুল গান্ধির নেতৃত্বাধীন 'ইন্ডিয়া' জোট এবার কোন নামটি অনুমোদন করে?