কংগ্রেসে যোগ দিয়েই মোদি-শাহ জুটিকে তোপ শত্রুঘ্ন সিনহার

Last Updated:
1/5
দলের প্রতিষ্ঠা দিবসেই বিজেপিকে বিদায় জানিয়ে পাকাপাকি ভাবে কংগ্রেসে যোগ দিলেন শত্রুঘ্ন সিনহা।
দলের প্রতিষ্ঠা দিবসেই বিজেপিকে বিদায় জানিয়ে পাকাপাকি ভাবে কংগ্রেসে যোগ দিলেন শত্রুঘ্ন সিনহা।
advertisement
2/5
পটনা সাহিব কেন্দ্র থেকেই কংগ্রেসের প্রার্থী হচ্ছেন বিহারীবাবু। (Image: Jaypal Rawat/News18)
পটনা সাহিব কেন্দ্র থেকেই কংগ্রেসের প্রার্থী হচ্ছেন বিহারীবাবু। (Image: Jaypal Rawat/News18)
advertisement
3/5
দলত্যাগ করেই বিজেপিকে তোপ দেগেছেন শটগান। নাম না করে বিঁধেছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ জুটিকে। তাঁর অভিযোগ, বিজেপিতে গণতন্ত্র নেই। (Image: Jaypal Rawat/News18)
দলত্যাগ করেই বিজেপিকে তোপ দেগেছেন শটগান। নাম না করে বিঁধেছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ জুটিকে। তাঁর অভিযোগ, বিজেপিতে গণতন্ত্র নেই। (Image: Jaypal Rawat/News18)
advertisement
4/5
বিজেপি আসলে টু ম্যান আর্মি। মোদি ও শাহ জুটি স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন বলেও অভিযোগ তাঁর। লালকৃষ্ণ আদবানির হয়েও সওয়াল করেছেন বিজেপির এই বিদ্রোহী। (Image: Jaypal Rawat/News18)
বিজেপি আসলে টু ম্যান আর্মি। মোদি ও শাহ জুটি স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন বলেও অভিযোগ তাঁর। লালকৃষ্ণ আদবানির হয়েও সওয়াল করেছেন বিজেপির এই বিদ্রোহী। (Image: Jaypal Rawat/News18)
advertisement
5/5
প্রায় ৩ দশক ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন শত্রুঘ্ন সিনহা ৷ বিজেপি দলের সঙ্গে যুক্ত থাকাকালীন দু’দুবার পটনা সাহিব লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি ৷ (Image: Jaypal Rawat/News18)
প্রায় ৩ দশক ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন শত্রুঘ্ন সিনহা ৷ বিজেপি দলের সঙ্গে যুক্ত থাকাকালীন দু’দুবার পটনা সাহিব লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি ৷ (Image: Jaypal Rawat/News18)
advertisement
advertisement
advertisement