Vande Bharat Sadharan: পুজোর মুখেই 'গ্র্যান্ড' সুখবর! হাওড়া থেকে ছুটবে গরিবের ‘বন্দে ভারত’! কোন কোন রুটে? দেখুন তালিকা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vande Bharat Sadharan: হাওড়া থেকে কোন কোন রুটে ছুটবে গরিবের ‘বন্দে ভারত’? পুজোর মধ্যেই সুখবর! বড় আপডেট দিল রেল...
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। দেশের এই মুহূর্তের সর্বাধিক চর্চিত ভারতীয় রেলের এই ট্রেনটি। দেশের সব রাজ্যের মানুষই চাইছেন যেন তাঁদের রাজ্যেও এই ট্রেন চলে আর তাঁরা এই ট্রেনের আনন্দ উপভোগ করতে পারেন। ইতিমধ্যে দেশের একাধিক জনপ্রিয় রুটে এই ট্রেন ছুটে চলেছে। কিন্তু মুশকিল একটাই, এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া অনেকটাই।
advertisement
তবে এবার ভারতীয় রেল যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ট্রেনগুলিতে অনেক উন্নত কিছু বৈশিষ্ট্য যোগ করেই চলেছে। রেল যাত্রীদের চাহিদা, সুযোগ, সুবিধার গুরুত্ব দিয়ে বন্দে ভারতের মতো সেমি-হাই স্পিড ট্রেন অবধি চালানো হচ্ছে দেশে। দেশের প্রতিটি অংশকে বন্দে ভারত ট্রেনের সঙ্গে যুক্ত করার জন্য রেল যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নিচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
সূত্রের খবর, হাওড়া থেকেও ট্রেনটি চলবে। জানা যাচ্ছে যে বন্দে সাধারণ ট্রেন হাওড়া থেকেও চলবে। তবে, রেল এই বিষয়ে নির্দিষ্টভাবে কোনো ঘোষণা না করলেও চারটি সম্ভাব্য রুটের বিষয়েও সামনে এসেছে। অনুমান করা হচ্ছে, এই ট্রেন হাওড়া-নয়াদিল্লি, পটনা-নয়াদিল্লি, মুম্বাই-নয়াদিল্লি এবং হায়দ্রাবাদ-নয়াদিল্লির মধ্যে চলাচল করতে পারে।
advertisement
নিশ্চিত না হলেও, রেল সূত্রের খবর, বন্দে সাধারণ আগামী দিনে পটনা-নয়াদিল্লি, হাওড়া-নয়াদিল্লি, মুম্বই-নয়াদিল্লি এবং হায়দ্রাবাদ-নয়াদিল্লির মধ্যে চলবে বলে আশা করা হচ্ছে। তবে শুধু বন্দে সাধারণই না, বন্দে মেট্রো ও বন্দে স্লিপারও আসতে চলেছে দেশে। রেল সূত্রে খবর, ১২ কোচের বন্দে ভারত মেট্রো ট্রেন ২০২৪ সালের জানুয়ারি ও বন্দে ভারত-এর স্লিপার কোচ ট্রেনটি ২০২৪ সালের মার্চের মধ্যেই চালু হতে পারে।