পাঁচ পাঁচটি বন্দে ভারত ট্রেন ছুটছে বাংলায়! কোন কোন রুটে? ভাড়া কত? জানুন লেটেস্ট সময়সূচি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vande Bharat Express: ভারতীয় রেলের আধুনিকতার এক অনন্য নজির বন্দে ভারত এক্সপ্রেস। প্রযুক্তিগত দিক থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ, বিশ্বের আধুনিক ট্রেন গুলির অনেককেই প্রতিযোগিতায় পিছনে ফেলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস।
advertisement
advertisement
শুধুমাত্র বাংলাতেই ছুটছে মোট ৫টি বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনগুলি হল ১) হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, ২) হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, ৩) নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, ৪) হাওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এবং ৫) হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।
advertisement
advertisement
advertisement
advertisement
২. নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে সকাল ৬.১০-এ ছাড়ে এবং ১১.৪০-এ গুয়াহাটি পৌঁছয়। গুয়াহাটি থেকে এটি বিকাল ৪.৩০ টায় ছাড়ে এবং ১০ টায় নিউ জলপাইগুড়ি পৌঁছয়। এসি চেয়ার কারের একটি টিকিটের দাম ১০৭৫ টাকা। এই ট্রেনে চেয়ারকারের একটি টিকিটের ভাড়া ২২০৫ টাকা।
advertisement
৩. হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে সকাল ৬.১০ টায় ছাড়ে এবং পুরী পৌঁছয় ১২.৩৫ টায়। ফিরতি যাত্রা পুরী থেকে শুরু হয় দুপুর ১.৫০ টায় এবং শেষ হয় হাওড়ায় রাত ৮.৩০ টায়। হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এসি চেয়ার কারের একটি টিকিটের দাম ১২৬৫ টাকা। এই ট্রেনের চেয়ার কার এক্সিকিউটিভ ক্লাসের টিকিটের ভাড়া ২১৩০ টাকা।
advertisement
৪. পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পটনা থেকে সকাল ৮ টায় ছাড়ে পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। হাওড়া পৌঁছয় দুপুর ২:৩৫ -এ। পটনা থেকে হাওড়া পৌঁছতে ট্রেনটির সময় লাগবে ৬ ঘণ্টা ৩৫ মিনিট। আবার হাওড়া থেকে পটনা ফিরতেও একই ৬ ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগবে। ট্রেনটির এসি চেয়ার কারের একটি টিকিটের দাম হবে ১২০০ টাকা। অপরদিকে, এক্সেকিউটিভ ক্লাসের একটি টিকিটের ভাড়া হবে ২৩০০ টাকা।
advertisement
৫. হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সকাল ৫.১৫-এ রাঁচি থেকে ছাড়ে হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। ১২.২০-এ হাওড়ায় পৌঁছয় এই ট্রেন। অপরদিকে, ট্রেনটি ১৫.৪৫-এ হাওড়া থেকে রওনা দেয় এবং ২২.৫০ এ রাঁচি পৌঁছয়। এই ট্রেনে এসি চেয়ার কারের একটি টিকিটের দাম ১০৩০ টাকা। আর এক্সিকিউটিভ চেয়ার কারের একটি টিকিটের ভাড়া ২০৪৫ টাকা।